চলার পথে পথে নানান কথা – ৮
চলার পথে একজন লেখক হয়ে যদি কোথাও লিখি বা বলি ” পুরাতনের কাছে নতুন অনেকটাই অচল ” তখন উদ্ধৃত বাক্যটির কোন বিশেষ অর্থ প্রকাশ করে বলে মনে হয় না।
অন্যদিকে বিখ্যাত একজন লেখক যদি কোথায় লিখেন বা বলেন যে ” পুরাতনের কাছে নুতন অনেকটাই অচল ” তখন এ কথাটি একটি বিখ্যাত লেখা হয়ে যায়।
নতুনের দিকে সব সময় সকলের দৃষ্টি থাকে, নতুনের বিবেচনায় পুরাতন অচল এমন ধারণা প্রতিষ্ঠিত থাকলেও একটি পুরাতন কীর্তি, ঐতিহাসিক স্থানে কত মানুষের পদচারণা, দূর-দূরান্ত থেকে পর্যটক, ভ্রমনকারীর আগমন তথ্য-উপাত্ত ছবি সংগ্রহে সব কিছুতেই প্রাণ-চাঞ্চল্য।
কত দামী পাথরের গয়না কিম্বা দামী পাথর খন্ড ( মুক্তা ,চুনি, পান্না) পড়ে থাকে দোকানে ঘরে কিন্তু পুরাতন দিনের একটি পাথর খন্ড কতখানি মূল্য তা বুঝা যায় যাদুঘরে গেলে। পুরাতনকে গুরুত্বহীন করার কোন অবকাশ নেই, পুরাতনের ভীতের উপর নতুন আসে আর পুরাতনকে ঠেলে নতুনের জায়গা দখল করাটা বেশ কষ্টকর বিষয়ও।
প্রবীণের কাছে নবীন যেন অনেকটাই বেমানান, সব কিছুকে ছাঁপিয়ে প্রবীণ প্রমান দেয় পুরাতন অভিজ্ঞতা; পুরাতন কৌশলের কাছে নতুন অভিজ্ঞতা, নতুন কৌশল অনেকটাই অচল, জগতে যা উন্নত ও দীর্ঘ স্থায়ি তা দাঁড়িয়ে আছে সবই পুরাতন ও শক্ত ভিত্তির উপর ভর করে। নতুন আসবে, পুরাতন চলে যাবে এই রীতিতে পুরাতনকে অবহেলা করার কোন সুযোগ নেই জগতের রীতি-নীতিতে। পুরাতনই একটি মানদন্ড নতুনকে মূল্যায়নের।
রেটিং করুনঃ ,