সাগর পাড়া থাকো আজ,
সুখের প্রাসাদে রাজ কন্যার সাজ
ওগো স্মৃতি বাড়ির মেয়ে –
আজও কি তুমি জালনায়
কোনো খেয়ালে কোনো ভাবনায়
দাঁড়িয়ে কি আকাশ পানে থাকো চেয়ে –
আজ তো তোমার সুখে এবাবার
কোলাহল ঘর বাসনার বর
সুখ শান্তির নীড়।
এখনও তোমার মনে
অ-চমকা কোন ক্ষণে
উদাসী ভাবনা করে কি ভীড় !
ক্ষণিক কোন অবসরে,
যদি পুরানা দিনের কথা ঘিরে ধরে
কিম্বা ভ্রান্তি সময়ে যদি বা দাড়াও জালনায়
তবুও স্মৃতিতে যেও না আর ফিরে,
আজকার কলাহল ঘরে
উৎসবে রেখ ভরে
সুখ বাসনায়।
অতীত দিনে যে জালনায়
সুখ কর কোন মায়ায়
তুমি দাড়িয়ে দেখতে দূরের আকাশ
ফুলের বাগান কিম্বা মাঠের ঘাস
সেই জানালা এখনো আছে,
আছে ফুলের ঘ্রাণ
সজীব চঞ্চল প্রাণ
আছে পাতা দুলানো বাতাস
প্রিয় সেই গাছগুলি,
হাওয়ায় উঠে দুলি
প্রিয় পেয়ারা সেই মেহেদী গাছ,
এখনো ভোরে শিউলি ঝরে,
আছে পাতা পল্লবের সাজ।
নেই তুমি, সেই জানালায়,
উদাস ভাবনায়
নেই চেয়ে থাকা তোমার মুখ
হঠাৎ খেয়ালে
অচমকা আড়ালে
দাড়িয়ে থাকা সেই
তুমি নেই
কৌতহলী উৎসুক।
মাঝে মাঝে কোন খেয়ালে
অজানা ভাবনার আড়ালে
সেই জালনায়
তোমাকে খুঁজি
ভ্রান্তি সময় তোমাকে দেখায়,
– এই তুমি বুঝি !
স্মৃতিতে বাঁধানো, সেই কিশোরী মুখ
ছায়া নিবিড়,
অনুভবে গভীর
শান্তির পরশে বাধানো সুখ,
থেকে গেল সব স্মৃতিতে
অজানা রীতিতে
সেই ক্ষণ,
সবুজ মন,
সবই অক্ষয়
জানি এ সবই ভ্রান্তি
তবুও বড় সত্য মনে হয়।
সাগর পাড়ে থাকা ওগো স্মৃতি বাড়ির মেয়ে
আর কখনও জায়নায় দাড়িয়ে
থেকো না দূর আকাশে চেয়ে
দুঃখ, হতাশা মনে এলে
সুখ সাফল্য চলে গেলে
জানালা মানুষকে বড় ডাকে
যেও না গো আর
অ-কারণে বারবার
জানালার কাছে অ-জানা ডাকে
সময়ের কোন ভুল ফাঁকে
তোমার ঘরে কোলাহল
আলোকিত ঝলমল
আছে তোমার প্রিয় জন ঘরে
সময় কাটিয়ে দিও সুখে
কখনও যদি বা দুঃখে
তার হাত ধরে ধরে
যতকাল এ পৃথিবীর পরে।।
তারিখ: আগষ্ট ০৮, ২০১৫ (স)
রেটিং করুনঃ ,