বহু কাল হতে বহু দূর এখনো ভেসে আসে সেই সুর
যেন প্রথম ঘরে, আলোকিত করে পা রাখা নব বধুঁর।
যাকে মূল্য মাপের কিছু নেই,
শ্রেষ্টতে মাপা সেই, চাঁদের আলোতে মুখ খানিতেই ।
হয় নি সে অচেনা, প্রিয়তে যেমন শিউলী, বকুল, হাসনা হেনা।
কবে থেকে সেই কবেকার, কাছে যার হয়েছি কেনা,
নিজেকে বিকিয়েছি, আর দিয়েছি তার মত করে-
এখনো বিকানো বাকি, পথ হারা পাখি, উড়েছি হাজার বছর ধরে।।
তাই কখনো হতে চেয়েছি তাজ মহলের একটি পাথর
কখনো একটি কুঁড়ে ঘর,
যেখানে জেগেছে যমুনায় ছোট্ট একটি চর
তার খিল খিল হাসির অনুভূতিতে প্রখর।
সন্ধার আকাশে যে বিদায়ী মেঘ ভেসে যায় লাল আভা ছড়ায়ে
সেখানে থাকতে চেয়েছি অবিরাম তার স্মৃতিতে জড়ায়ে।
ক্ষণিকের এই আমি, হতে চেয়েছি দীর্ঘ সীমানায়
মহাকালের যাত্রী যে ভাবে মহাকালে হারায়ে যায়।।
রেটিং করুনঃ ,