চলার পথে পথে নানান কথা – ৫
চলার পথে একজন লেখক হয়ে যদি কোথাও লিখি বা বলি ” চাওয়া দিয়ে জীবন শুরু তবে যে পায় সে শেষ থেকে পায়। ” তখন উদ্ধৃত বাক্যটির কোন অর্থ প্রকাশ করে বলে মনে হয় না।
অন্যদিকে বিখ্যাত একজন লেখক যদি কোথায় লিখেন বা বলেন যে ” চাওয়া দিয়ে জীবন শুরু তবে যে পায় সে শেষ থেকে পায়। ” তখন এ কথাটি একটি বিখ্যাত লেখা হয়ে যায়।
আমাদের চাওয়া অনেক, চাওয়া ছাড়া সে মানুষ নয়, চাওয়া দিয়ে জীবন শুরু, জন্ম নিয়ে শিশু কান্না জুড়ে দেয়, সেই শিশুর প্রথম কান্না শুনার জন্য আমরা অধীর হয়ে থাকি, শিশুর পাওয়া শুরু শিশুটির মা-বাবার কাছ থেকে বা শিশুটির প্রিয় জনের কাছ থেকে, শিশু নিজে নিজের পাওয়াটা পূরণ করে না, শিশুর যা পাওয়া তা পূরণ করেন বহু পথ পাড়ি দিয়েছেন যারা, আর যারা বহু পথ পাড়ি দিয়ে বহু আগে চাওয়া শুরু করেছিলেন তাঁদের পাওয়াটা থাকে শেষে। শেষের লক্ষ্য নিয়ে যিনি যাত্রা শুরু করেছেন তিনি জানেন পথ কত দীর্ঘ ! কত সংকট পূর্ণ আর কত সাবধানে চলতে হয় শেষে পৌঁছে চাওয়ার পাওয়াটা পেতে।
আমাদের চাওয়া মানে পাওয়া, তবে শিশুর চাওয়াটা পাওয়া নয়, আমরা যা চাই আমরা তা পাই, তবে পাওয়া আসে শেষ থেকে, কল্পনা দিয়ে যাত্রা শুরু করে, সঠিক পরিকল্পনার পথ ধরে শেষে পোঁছাতে পারলেই আমাদের পাওয়া শুরু, অনেকের কাছে শেষে পোঁছাতে লাগে কয়েক পা হাঁটা আবার অনেকের জন্য যুগের পর যুগের যাত্রা। কেউ থেমে যায়, কারো অনন্তঃ কালের পথে শুধু চলাচল। স্থির লক্ষ্যে আমাদের যা চাওয়া, তাই আমাদের পাওয়া হয় একদিন।
রেটিং করুনঃ ,