চলার পথে পথে নানান কথা – ২
চলার পথের একজন লেখক হয়ে যদি কোথাও লিখে ফেলি বা বলি ” মানুষ যত নিজ গৃহ থেকে দূরে যাবে তত সে নিজ গৃহের কাছে আসবে।” তখন উদ্ধৃত বাক্যটি মনে হবে একটি অর্থ হীন বাক্য।
অন্যদিকে বিখ্যাত একজন লেখক যদি কোথায় লিখেন বা বলেন যে ” মানুষ যত নিজ গৃহ থেকে দূরে যাবে তত সে নিজ গৃহের কাছে আসবে।” তখন এ কথাটি একটি বিখ্যাত লেখা বা বানী হয়ে যাবে, সাহিত্যে স্থান পাবে।
একজন মানুষ যখন নানান কারণে বা উদ্দ্যেশে নিজ গৃহ থেকে দূরে যায় বা দূরে অবস্থান করে তখন তার মন পড়ে থাকে প্রিয় জন্ম ভুমিতে, প্রিয় জনের কাছে। দূরে, অনেক দূরে থেকেও নিজ গৃহ থাকে তাঁর খুব কাছে।
ছবি – নেট থেকে সংগ্রহিত।
রেটিং করুনঃ ,
আপনার আজকের এই সাদা মাটা কথাটিই্ একদিন বানী হবে
সেই প্রত্যাশায় রইলাম। ধন্যবাদ দার্শনিক রব্বানী ভাই
বড় ভাইয়ের আশির্বাদ সত্য হোক তবে !
নুরু ভাই আমারও একই মনে হলো
মিতা ভাই আপনার আশির্বাদও সত্য হোক তবে !
আমারও তাই মনে হয় ভাইজান :heart: