মাটিতে এক গোলাপ ফুলে জমে ছিল একবিন্দু শিশির,
হঠাৎ মাটিতে পড়ে মাটিতে মিশে হারালো দৃষ্টির প্রাচীর।
গোলাপ মাটিকে ডেকে বলে ওহে আমার মাটি ভাই,
তোমার কোলে লুকানো শিশির বিন্দুটি আমি ফেরত চাই।
মাটি বলে আমি কেউ নই কিছু নেওয়ার দেওয়ার,
কোথায় তুমি ফুটেছো আমার তাও নাই জানার অধিকার।
শিশিরের মত সকল প্রাণ মিশিছে এই মাটির তল,
সময় সাগরে সকল আয়ুকাল শুকনা বালুতে একফোঁটা জল।
যদি হাজার বছরের জীবন – আকিতি মানব কণ্ঠে ভাসে,
তবুও আয়ুকাল বালুতে এক ফোঁটা জল সময়ের মহাকাশে।
——————————
লেখাটা পুরানা আমলের কবিতার ধরণে লেখা, যতই নূতন ধারা আসুক, পুরাতন ধারার একটি আর্ষনীয় আবেদন সব সময় থেকেই যায়, যাদুঘরের আবেদন প্রয়োজনীয়তা কখনই কমে না বরং বেড়েই চলেছে।
ছবি: নেট থেকে সংগ্রহিত।
তারিখ: আগষ্ট ১৯, ২০১৫
রেটিং করুনঃ ,
অনেক ভালো লাগল। ধন্যবাদ রব্বানী ভাই।
মন্তব্য খরা কালে আপনার মন্তব্যে আশা জাগালো মনে।
// শিশিরের মত সকল প্রাণ মিশিছে এই মাটির তল,
সময় সাগরে সকল আয়ুকাল শুকনা বালুতে একফোঁটা জল।//
মূল্যবান কথা লাইনগুলিতে, স্বল্প আয়ুর আমরা এটাই সত্য।
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ পথিক ভাই, সেই সাথে অনেক শুভেচ্ছা সাথে :rose: ।
কবিতায় ছন্দ আর অন্তে মিল না থাকলে আমার কাছে তা কবিতাই মনে হয়না।
তবে এই কথাটা জোর দিয়ে বলতে পারিনা কারণ আধুনিক কালের গদ্য কবিরা
আমার মুন্ডুপাত করবে, ক্ষ্যাত বলে চিহ্নিত করতে দ্বিধা করবেনা।
ধন্যবাদ রব্বানী ভাই চমৎকার কবিতা উপহার দেবার জন্য।
কবিতায় ছন্দ আর অন্তে মিল না থাকলে আমার কাছে তা কবিতাই মনে হয়না।
কথাটির সাথে খুব একমত, তাই কবিতা লেখা হয় না বলে কবিতার ধরনে যা লিখি তাকে বলি বিবিধ কথামালা।
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ নুরু ভাই, সেই সাথে অনেক শুভেচ্ছা।
শিশিরের মত সকল প্রাণ মিশিছে এই মাটির তল,
সময় সাগরে সকল আয়ুকাল শুকনা বালুতে একফোঁটা জল।
:yes: :yes: :yes: :yes: :yes:
খুব ভাল লাগল ভাই :heart: :rose: