আমরা যারা ব্লগ লেখক হয় তো ভালো কিছু লিখে লেখক ও পাঠককে আকৃষ্ট করতে পারছি না বলে বাংলা ব্লগগুলিতে খরার দশা অথবা অনেকগুলি বন্দের পথে আর অনেকগুলি আগেই বন্দ হয়ে আছে যে ব্লগ গুলি এক সময় খুব জনপ্রিয় ছিল ।
অথবা ব্লগের লেখাগুলি আমাদের মুগ্ধ করতে পারছে না অন্য ভাবে বললে বলা যায় আমরা ধৈর্য সহকারে লিখতে পারছি না, খুব দ্রুতই লিখে তা ব্লগে প্রকাশ করে দিচ্ছি ফলে লেখার মান নেমে এসেছে একেবার তলানীতে , আরও অনেক কারণ থাকতে পারে আগের মত ব্লগে না লিখার। অনেকে মনে করছেন অযথা সময় নষ্ট তার চেয়ে বরং নিত্য নতুন বিষয়ের দিকে নজর দেওয়া বিশেষ করে জ্ঞানার্জনের বা অন্য সুবিধা লাভের জন্য অন্য মাধ্যমকে বেছে নেওয়া। আবার অনেকে লিখে নিজেকে নিরাপদ মনে করেন না।
আগের মত আমার সব কিছুই ঠিক ঠাক আছে দৈনিক সূচিতে তেমন পরিবর্তন আসে নি, কর্ম স্থল, আয় উপার্জনের ব্যবস্থা, পরিবারের সাথে সময় দেওয়া, টিভি, খবরের কাগজ পড়া, ভ্রমণে যাওয়া, কিন্তু লেখা-লেখিতে মন নেই, এখানে একটি খাপছাড়া ভাব।
এক সময় নানান ব্যস্তাতায় থেকে লেখালেখির জন্য উদগ্রীব হয়ে থাকতাম, কিন্তু এখন লেখার জন্য হাতে সময় থাকলেও আর লেখা হয় না, লেখার জন্য ভাবনাও খোঁজা হয়না। আগামীকাল কোন বিষয়ে লিখব তারও কোন পরিকল্পনা আমার সব লেখাকে অ-লেখা বলতাম আর এই কারণে লেখাগুলিকে আরও সু-রক্ষিত করে রাখার জন্য নিজের লেখা নিয়ে অর্থ ব্যয় করে কোন বইও ছাপাই নি। আর বই না ছাপানোর জন্য এখন মনে বেশ আনন্দ পাই ভাগ্যিস কিছু অর্থের অপচয় হয় নি।
অনেক জ্ঞানের কথা নিয়ে অনেক ভালো মানের বই বাজারে আছে, আরও জ্ঞানের কথা নিয়ে মন ও মননের উন্নতি বিকাশে আরও বই আসবে তবে আমাদের লেখা প্রকাশের বাংলা ব্লগগুলি আবার জমে উঠবে কি না এতে আর ভরসা নেই বরং ভালো করে বলা যায় ভেশী ভাগ বাংলা ব্লগগুলি এখন নিভু নিভু অবস্থায়।
আমরা যারা লিখে কিছু আনন্দ পাই কোন কিছুর বিনিময় ছাড়া তারা আমরা কোথায় লিখব আর কোথায় আমাদের ভাবনাগুলি প্রকাশ করব !!
রেটিং করুনঃ ,
অনেক জ্ঞানের কথা নিয়ে অনেক ভালো মানের বই বাজারে আছে, আরও জ্ঞানের কথা নিয়ে মন ও মননের উন্নতি বিকাশে আরও বই আসবে তবে আমাদের লেখা প্রকাশের বাংলা ব্লগগুলি আবার জমে উঠবে কি না এতে আর ভরসা নেই বরং ভালো করে বলা যায় ভেশী ভাগ বাংলা ব্লগগুলি এখন নিভু নিভু অবস্থায়।
আর কোন ব্লগের খবর রাখি না!
তবে আমাদের এই ব্লগ এখন কলকাকলিতে মুখর হয়ে উঠছে!
নুতন নুতন ব্লগারের বিভিন্ন মাত্রার লেখায় এখন এ আঙিনা জমজমাট!!
নুতন নুতন ব্লগারের বিভিন্ন মাত্রার লেখায় এখন এ আঙিনা জমজমাট!!
মনে অনেক সাহজ জেগে উঠলো, আশা রাখছি, সময় অপচয় হচ্ছে না, যদিও লেখালেখিটা মনের আনন্দের বিষয়।
বিভিন্ন মাত্রার লেখায় এখন এ আঙিনা জমজমাট :yes: :rose: :yes:
“অনেক জ্ঞানের কথা নিয়ে অনেক ভালো মানের বই বাজারে আছে, আরও জ্ঞানের কথা নিয়ে মন ও মননের উন্নতি বিকাশে আরও বই আসবে তবে আমাদের লেখা প্রকাশের বাংলা ব্লগগুলি আবার জমে উঠবে কি না এতে আর ভরসা নেই বরং ভালো করে বলা যায় ভেশী ভাগ বাংলা ব্লগগুলি এখন নিভু নিভু অবস্থায়।
আমরা যারা লিখে কিছু আনন্দ পাই কোন কিছুর বিনিময় ছাড়া তারা আমরা কোথায় লিখব আর কোথায় আমাদের ভাবনাগুলি প্রকাশ করব !!”
— একেবারে মনের কথাগুলি বলে দিলেন।
ফেনা ভাই
কৃতজ্ঞতা !!
আমাদের লেখালেখির জায়গাটি আমাদেরই আলোকিত করে রাখতে হবে নিয়মিত লেখা ও মন্তব্য পাঠিয়ে।
অনেক অনেক ধন্যবাদ ফেনা ভাই ও নূরু ভাই।
একদিন জ্বলে উঠবে সেই আশায় । নিভতে নিভতেও নিভে যায় না কিছু কিছু প্রদীপ ।
সালাম মিতা ভাই,
আশা করি নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছেছেন।
কুশল জানবেন, শুভেচ্ছা আপনাকে ও ভাবীকে।
একদিন জ্বলে উঠবে সেই আশায় । নিভতে নিভতেও নিভে যায় না কিছু কিছু প্রদীপ ।
আমারও একই আশাবাদ, ঠিক একদিন সকলের প্রচেষ্টায় ঝলমল করে উঠবে লেখার এই আঙ্গিণা ।
নিভু নিভু মনে হলেও ঠিক তখনই আমি পথ ছেড়ে আসি আমি পথিক এই লেখার প্রাঙ্গণ, তাই নো নিভু নিভু, জ্বলে উঠবে মশালের আলোর মত।
আমি অপেক্ষায় আছি সেই দিনের। লিখে ভালোই করেছেন !
নো নিভু নিভু, জ্বলে উঠবে মশালের আলোর মত।
আমারও একই মত নো নিভু নিভু, জ্বলে উঠবে মশালের আলোর মত।
বতর্মানে ব্লগের অবস্থা আসলেই ভাল নেই। তবুও আশা ছাড়ছি না।
বতর্মানে ব্লগের অবস্থা আসলেই ভাল নেই। তবুও আশা ছাড়ছি না।
সহমত
আমারও একই মত, তাই এবার আট ঘাট শক্ত করে নেমেছি।
অনেক অনেক ধন্যবাদ মেজদা এবং নূরু ভাই।
না ভাই, চিন্তার কোনোই কারণ নেই রব্বানী ভাই, নিভু নিভু থেকেই হঠাৎ একটা সময় জ্বলজ্বলে হয়ে জ্বলে উঠবে এই লিখালিখি আঙিনা, ইনশা আল্লাহ! আমার কিন্তু বেশ লাগছে এখানে এসে সকল প্রিয়জন ও গুণীজনদের একসাথে পেয়ে।
আর কোথায় লিখবেন এবং কোথায় ভাবনাগুলো প্রকাশ করবেন, এই নিয়ে এতো হতাশ হবার কোনোই কারণ নেই ভাই!! বরং এখানেই এই লিখালিখি প্রাঙ্গনেই প্রাণ খুলে লিখবেন, আপনাদের মতো গুণীজনদের লিখা পড়ে আমরা সবাই শিখবো ও অনেককিছু জানবো। এবং একটা সময় দেখবেন ঠিকই ভরে উঠবে এই লিখালিখি প্রাঙ্গন, আর তার জন্য রইলো অনেক অনেক শুভকামনা। :-)
আপনি কি আমাদের প্রিয় সেই ফেরদৌসা আপু,
নামের বানানের বিভ্রাটের কারণে গুলিয়ে ফেলেছি।
তবে আমার বিশ্বাস আপনি অবশ্যই ফেরদৌসা আপুু !
নূরু ভাই
আমাদের দুইজন ফেরদৌস আপা আছেন এই লিখালিখিতে, যারা এক সময় প্রথম আলোতে লিখতেন।
যে আপা মন্তব্য করলেন তিনি হচ্ছেন ফেরদৌসী শিল্পী আপা থাকেন যুক্তরাষ্ট্রে আজ প্রথম কবিতা পোষ্ট করেছেন।
আর এক জন আছেন তার নাম রায়হান ফেরদৌসা রুহী তিনি থাকেন নাইজারিয়ায় এখন আছেন মরক্কোর পথে ভ্রমণে তিনি এই লিখালিখি প্রঙ্গণে মাঝে মাঝে এসে মন্তব্য করে যান এখনও কোন লেখা পোষ্ট করেন নি।
নিভু নিভু থেকেই হঠাৎ একটা সময় জ্বলজ্বলে হয়ে জ্বলে উঠবে এই লিখালিখি আঙিনা, ইনশা আল্লাহ! আমার কিন্তু বেশ লাগছে এখানে এসে সকল প্রিয়জন ও গুণীজনদের একসাথে পেয়ে।
আমারও একই আশাবাদ, লেখালেখির মধ্য দিয়ে বিশ্ব জুড়ে আমাদের গুটি কয়েক জনের যে বন্ধন তা টিকে থাকে অন্তত আমাদের এই লিখালিখির আঙ্গিণা আমাদের প্রয়োজনে।
অনেক খুশি হলাম জেনে যে, লিখালিখির আঙ্গিণাটি আপনার পছন্দের সেই সাথে অনেক অনেক শুভেচ্ছা জানবেন আপা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রব্বানী ভাই
ব্লগের বর্তমান পরিস্থিতি খুব সুন্দর ভাবে
উপস্থাপন করার জন্য। তবে আমার বিশ্বাস
আমরা যদি আমাদের এই লিখালিখির অঙ্গনটিতে
আপন ভাবতে পারি তা হলে কালের আবর্তে হারাবেনা
বলেই আমার বিশ্বাস। আশার কথা আজ বেশ কয়েকজন
পরিচিত ব্লগার তাদের সুন্দর মন্তব্য প্রদানে আশার বাণী শুনিয়েছেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম।
আমরা যদি আমাদের এই লিখালিখির অঙ্গনটিতে
আপন ভাবতে পারি তা হলে কালের আবর্তে হারাবেনা
বলেই আমার বিশ্বাস।
কথাগুলির সাথে আমিও একমত নূরু ভাই, যেমন করেই হোক ঝলমলে করে রাখব আমাদের লিখালিখির এই জায়গাটি।
ব্লগগুলো বন্ধের নানা রকম কারন আছে ভাই, সেটা সবারই জানা।
না না কারনে স্বাধীনতার জায়গায় টুপি পরেছে ঠিকই, দেশ কাল পাত্রে এর নিভু নিভু অবস্থার উন্নতি হবে। আবার অস্ত যেতে যেতে জ্বলবে। কালে কালের এমনি ইতিহাস তাই বলে।
তাই আমাদের মোচকাবার কোন কারন নাই, বলে আমার ধারনা। :yes: :heart: :rose:
না না কারনে স্বাধীনতার জায়গায় টুপি পরেছে ঠিকই, দেশ কাল পাত্রে এর নিভু নিভু অবস্থার উন্নতি হবে। আবার অস্ত যেতে যেতে জ্বলবে। কালে কালের এমনি ইতিহাস তাই বলে।
কথাগুলি পড়ে অনেক আশার আলো দেখতে পেলাম, দিনে দিনে আমাদের চলাচল হবে আলোর পথে।