মাঝে মাঝে মনে হয় আমিও কবিতা লিখি, কিন্তু একজন সার্থক কবির মত কোন লাইন লেখা হয় না। নিজে বেশ অনুমান করতে পারি কারণ গুলি যেমন, ভিতরের আবেগ প্রকাশের মেধা, শব্দ বিন্যাশ, ছন্দ সুর সৃষ্টি আর সেই সাথে জ্ঞানের মিশ্রণে কিছু কাল জয়ি কথা – এই সব গুণা বলির কিছুই নেই নিজের মাঝে।
কবি আবুল হাসানের একটি কবিতার কয়েকটি লাইন অথচ কত গভীর অর্থ !
ঝিনুক নীরবে সহো
আবুল হাসান
” ঝিনুক নীরবে সহো
ঝিনুক নীরবে সহো, ঝিনুক নীরবে সহে যাও
ভিতরে বিষের বালি, মুখ বুঁজে মুক্তা ফলাও। “
এমন তিনটি লাইনের মত কখনই যে দুই একটি লাইন লেখা হবে না এতে আমি প্রায় নিশ্চিত।
তারিখ: নভেম্বর ২৮, ২০১৭
রেটিং করুনঃ ,
এখন বুঝেছি যারা প্রকৃত কবি তারাই ঐ সব লাইন লিখতে পারে, আমি পথের পথিক আমার পথেই চলাই উত্তম।
এখন বুঝেছি যারা প্রকৃত কবি তারাই ঐ সব লাইন লিখতে পারে, আমি পথের পথিক আমার পথেই চলাই উত্তম।
যার যা কাজ তা সঠিক ভাবে করা উচিত, তারপরও মেধা, শ্রম ও একাগ্রচিত্ত বড় কথা।
এমন তিনটি লাইনের মত কখনই যে দুই একটি লাইন লেখা হবে না এতে আমি প্রায় নিশ্চিত।—–
আর আমি নিশ্চিত একদিন হবেই, হতেই হবে!!
স্বপ্ন থাকলেই সে স্বপ্ন সফল হয়!!
এ যেন জীবনরে একটি বড় আর্শীবাদ, এমন আর্শীবাদে কিছুটা সত্য হওয়ার কথা। অনেক অনেক শুভেচ্ছা জানবেন আপা।
ঠিকই বলেছেন কবিতা লিখতে আলাদা মেধা, শ্রম যোগ্যতা ও প্রতিভা লাগে।
আমিও আপনার সাথে খুব একমত কবিতা লিখতে আলাদা মেধা, শ্রম যোগ্যতা ও প্রতিভা লাগে।
সত্যই তাই, যাপিত কাল ছুয়ে যায় প্রাণ মননে
সত্যই তাই, যাপিত কাল ছুয়ে যায় প্রাণ মননে
সুন্দর ও প্রাণ-বন্ত মন্তব্যে মুগ্ধ।
আজকাল কতো কবিরা কবিতা লিখছে, কাল জয়ের কথা ভাবছে কজনা?
কাল জয়ের কথা ভাবছে কজনা?
তা ভাবছে না বলেই হয় তো একটি কথা চালু হয়েছে দেশে কাকের চেয়ে কবির স্যংখ্যা বেশি।
:hiding:
ভয় পাওয়ার কিছু নাই বরং হাতে লাল :rose: নিন