এপ্রিল ১৬, ২০২৫,বুধবার
বিভাগসমূহ
- অন্তর্বর্তী সরকার ২০২৪ (২২০)
- অন্যান্য (৩৯)
- অপরাধ (৯১)
- অর্থনীতি (৬১২)
- আত্ম-কথা (৮)
- আন্তর্জাতিক (২৪৯)
- আন্তর্জাতিক সংঘাত (২২৮)
- ইতিহাস-ঐতিহ্য (১২১)
- উৎসব (৭)
- কবিতা (৮৫)
- করোনা মহামারিকাল (৬১)
- কারিগরি (১০০)
- ক্ষণিক ভাবনা (৯৫)
- গল্প (১৭)
- চলমান বিষয় (১৬)
- ছড়া (১১)
- ছাত্র জনতার অভ্যুত্থান ২০২৪ (৩৮৮)
- জীবন (৩৪)
- দেশ (৪৮৫)
- নির্বাচন (৬২)
- নির্বাচিত (৩)
- প্রকৃতি ও সৌন্দর্য (৪৯)
- প্রবন্ধ (২)
- প্রবন্ধ (২৫)
- প্রযুক্তি (৬৩)
- প্রাকৃতিক (৫৩)
- প্রিয় কবিতা (৫)
- প্রিয়-লেখা (৬৮)
- বিজ্ঞান (১২)
- বিবিধ (১৭৫)
- বিবিধ কথামালা (৭)
- বিশেষ-দিবস (১৩)
- বিশ্ব (৪৩)
- ব্যক্তিত্ব (১৮৮)
- ভারত (২০২)
- ভ্রমন (৪৫)
- মধ্যপ্রাচ্যে (১৩)
- যুক্তরাষ্ট্র (২৭)
- রস-ধারা (১৫)
- রাজনীতি (২৪৬)
- শিক্ষা (৪৪২)
- শ্রেফ মজা (৫)
- সমকালীন (৪৪)
- সমাজ (৯৯)
- সাফল্য কথা (১২০)
- সাংস্কৃতিক ও শিল্প (২৮)
- সাহিত্য (৮৭)
- স্মৃতিকথা (১২৬)
- হ-য-ব-র-ল (১০)
- হৃদয়ের কথা (৪১৩)
Featured Posts
- জীবনটা যেন চাকরির সিভির মতো না হয় এপ্রিল ১১, ২০২৫
- দি পাওয়ার অব পজিটিভ থিংকিং এপ্রিল ৯, ২০২৫
- ২১ বছর বয়সের পর জীবনে যা পেয়েছি সবটাই ‘বোনাস’-স্টিফেন হকিং মার্চ ১৯, ২০২৫
- ইউরোপে রেকর্ড পরিমাণ অস্ত্র আমদানি (২০২২) মার্চ ১৪, ২০২৫
- দি ফোর আওয়ার ওয়ার্ক উইক মার্চ ১৪, ২০২৫
বেশ ভাল বলেছেন।
আমরা আগের দিনে লিটলম্যাগের দিকে তাকিয়ে থাকতাম। ভাবতাম সম্পাদককে বলে কোন লেখা ছাপানো যায় কিনা। এমনও সময় গেছে, একটা লেখা প্রকাশ পেলে বুকের মধ্যে চেপে রেখে ঘুমাতে যেতাম।
কিছু লেখা প্রকাশ পেলে সোই ঘোর কেটে গেলো। জাতীয় দৈনিকে প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত সে কি প্রানন্ত আকাঙ্ক্ষা কখন একটি লেখা জাতীয় দৈনিকে দেখব। সম্পাদকের পরিচিত লোক মারফত যোগাযোগ পরে যে দিন প্রথম কবিতা প্রকাশ পেল কি যে আনন্দ!! জনে জনে দেখিয়েছিলাম, মনে আছে। লিটলম্যাগে একটা চাহিদা তৈরী হয়েছিল, স্থানীয় যে ম্যাগাজিনগুলি প্রকাশিত হতো, লেখার জন্য তাগাদা দিত। জাতীয় পর্যায়ে তেমন হয়নি। লেখা প্রকাশের জন্য আলাদা মনোয়োগ দিতে ইচ্ছা হতো না।
পেলাম ব্লগের সন্ধান। পেলাম মুক্তি। বলতে দ্বিধা নেই সরাসরি পাঠকের প্রতিক্রিয়া দেখতে এত ভালো লেগেছে যে, প্রিন্ট মিডিয়ার জন্য আর আলাদা সময় দিলাম না। ব্লগিং করতে করতে জড়িয়ে গেলাম ব্লগিং পলিটিক্সে, না হলে এখন কমপক্ষে একডজন বইয়ের লেখক হতাম সন্দেহ নেই। তবু একটি কবিতার বই বের করেছিলাম ব্লাগারস ফোরামের ব্যানারে। বইটি ব্যাপক প্রশংসিত না হলেও কিছু লোক খুবই প্রশংসা করলো।
গল্প লিখলাম ব্লগে পোষ্ট দিব বলে। আমরা তখন শব্দনীড়ের ব্যানারে কাজ করি। সম্পাদনা করলাম, ব্লগারদের লিটল ম্যাগের, ব্লাগারদের কবিতা নিয়ে প্রকাশ করলাম কবিতার সংকলন (আমার কবিতাও ছিল)। গল্প সংকলন করলাম ব্লগের লেককদের গল্প নিয়ে।
নিজেকে নিবেদন করি ব্লাগারদের লেখা বই প্রাকাশে।
আগেই বলেছি ব্লগিং পলিটিক্স সব কেড়ে নেয় সৃষ্টিশীলতা।
এখন নিরিবিরি লিখালিখিতে আছি।
আহা যদি আবার ব্লগারদের লেখা নিয়ে কিছু কাজ করতে পারতাম! :guitar:
অনেক কষ্ট ও পরিশ্রমের মন্তব্য, এমন মন্তব্যে আরও অনেক অনেক লিখতে ইচ্ছা জাগে।
মালেক ভাই, আপনার মন্তব্যের জবাবে আবারও আসবো, ততক্ষণ পর্যন্ত শুভেচ্ছা।
পেলাম ব্লগের সন্ধান। পেলাম মুক্তি। বলতে দ্বিধা নেই সরাসরি পাঠকের প্রতিক্রিয়া দেখতে এত ভালো লেগেছে যে, প্রিন্ট মিডিয়ার জন্য আর আলাদা সময় দিলাম না।
আসলেই কিছু বছর আগেও একটি লেখা প্রকাশ করা আর বৃহত আকারের একটি পাথর সরানো প্রায় একই কথা ছিল, অথচ আজ প্রযুক্তির বদৌলতে একটি . (ডট) প্রকাশ করার কেউ ইচ্ছা পোষন করলেও তা প্রকাশ হয়ে যাচ্ছে। সামগ্রীক ভাবে এটি একটি বড় অর্জন।
বর্তমান প্রযুক্তি বহু সংখ্যক মানুষকে যেমন বাংলা দেখায় দক্ষ করে তুলেছেন একই ভাবে লেখার মানও কমেছে প্রায় একই ধারায়।
পরিশ্রম সাধ্য মন্তব্যের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আরো কিছু মন্তব্য থাকবে………..
// এই সৌখিন লেখক বা কবিরা লিখছে বলেই মূল ধারার লেখক বা কবিগন তাদের বড় পাঠক সাগর তৈরী করতে পেরেছেন। সৌখিন লেখক বা কবিগন লিখছেন বলেই মূল ধারার লেখক বা কবিগন নিয়মিত পাঠক পাচ্ছেন, বই বিক্রি একটি নিয়মের মধ্যে আছে এখনও। //—
চমৎকার মূল্যায়ন!!
আর বিশ্লেষণ করবার ভাষা জানা নেই!!