যে চেতনায় গতকাল বাংলা নব বর্ষ (পহেলা বৈশাখ ) পালন হলো তা গর্ব করার মত, বিশেষ করে অনেক দেশের তুলনায়, এর বিবরণ নানান ছবি দিয়ে বর্ণনা করার প্রয়োজন মনে করি না। গতকাল যে পহেলা বৈশাখ এটা আমাদের সকলের জানা বা জানা ছিল. তবে দুঃখজনক হবে হিসাব করতে যদি ভুলে যাই ঠিক কবে হবে পহেলা জ্যৈষ্ঠ !! কবে ১১ ই জ্যৈষ্ঠ আমাদের বিদ্রোহী কবির জন্ম জয়ন্তি !! কবে পহেলা আষাঢ় বা কবে পহেলা শ্রাবন !! কোন বৈশাখে কবি গুরুর ধরায় আগমন আর কোন শ্রাবনে কবিগুরুর চলে যাওয়া।
বর্ষার আগমনী বার্তা আষাঢ় ও শ্রাবন যে ভাবে আমাদের জানান দেয় তা ইংরেজী মাসগুলি তেমন করে জানান দেয় না, ১৪ই জুন এলে আমরা জোড় করে বলতে পারি না যে আজ পহেলা আষাঢ় বা গুন গুন করে কবি গুরুর গান গাইতে পারি না যে আবার আবার এসেছে আষাঢ় ……..।
বাংলা মাসের হিসাবের চর্চা আরও মনোযোগি হয়ে করে যেতে পারলে আমরা খুব সহজে বলে দিতে পারি কখন নীল আকাশে ভাসে একখন্ড সাদা মেঘের ভেলা। কখন ভেসে আসতে থাকে ভিজা ভিজা ঠান্ডা হাওয়ার পরশ। কখন পৌষের মেলা, খেজুর গাছে রসের হাড়ি টাংগানো আর কখন পহেলা ফাগুন !!
আশাবাদ রইলো আমি সহ সকলে যেন ইংরেজী মাসের তারিখের শক্ত বন্ধন থেকে কিছুটা বেড়িয়ে এসে বাংলায় তারিখ গননা করতে পারি, বাংলার উন্নত ঋতুর পৃথক পৃথক বৈশিষ্ট গুলি মনে প্রাণে ধারণ করতে পারি, অনুভব করতে পারি। শুভ হোক বাংলা ধারায় নুতন বাংলা বছরের পথ চলা।
তারিখ এপ্রিল ১৪, ২০১৪
রেটিং করুনঃ ,