মল্লিকা সমাপ্তি কথা – পর্ব – ছয়।
মল্লিকা একটি নাম, একটি ফুলের নাম, যাকে মানায় ফুলের মত, ফুলের উপমায়। নিয়মিত ছিল এক সময় লিখার লাইনের বড় অংশ, উপমার খোরাক, অনুভূতি প্রকাশের বড় মাধ্যম। দুঃখ কষ্ট ভুলিয়ের রাখার একটি বড় হাতিয়ার, যখনই ভঙ্গে পড়ার উপক্রমের প্রান্তে এসে দাঁড়িয়েছি তখনই লিখনির মধ্য দিয়ে সমস্ত দুঃখ কষ্টবোধকে হালকা সাথে তুচ্ছ করে দিয়েছে।
আজ মল্লিকাকে বিদায়ের একটি বছর পূর্ণ হলো, বেশ আগে থেকে সূচনা হয়েছে মল্লিকা সমাপ্তি পর্ব। চোখের আড়াল হলে ভুলে যেতে হয় মানুষ ভুলে যায় এ কারণে মানুষ প্রিয়জনকে চোখের আড়ালে যেতে দিতে চায় না, একটি স্থায়ি ব্যবস্থা করে রাখে। মল্লিকার সাথে যোগাযোগ রক্ষার কোন অছিলা, মাধ্যম বা কোন উপায় ছিল না। সমুদ্র স্রোতের মত হারিয়ে যাওয়া। বেশ কয়েবার কথা হলেও তা ছিল সৌজন্যতার কোন ভিত্তি ছাড়া।
এই বছর প্রায় তিন মাস আগে শেষ বারের মত মল্লিকার সাথে কথা হয়েছিল, সে তখন একটি নতুন শিল্প প্রতিষ্ঠানে, এখনও সে কর্মরত সেখানে। হয় তো ভালো আছে মল্লিকা, ভালো থাকুক।
জীবনে নানান মানুষ আসে, কিছু সময় থাকে মন মনন দাপিয়ে বেড়ায় আবার ম্লান হয়ে যায়। কখনও বা স্থান করে নেয় স্মৃতি ঘরে, কখনও উজ্জ্বল হয়ে কখনও মিটমিট করে জ্বলা আলোর মত অবশেষে কোন অজান্তে হারিয়ে যাওয়া।
মল্লিকার কাছে থেকে যে শিক্ষা- সাহসিকতা, নিজ সিদ্ধান্তে অনড়, একাই লড়াই করার প্রত্যয় এইসব যদি জীবনকে কিছুটা এগিয়ে নিতে সাহায্য করে তবেই সার্থক হবে মল্লিকা পর্বের লেখাগুলি।
তারিখঃ নভেম্বর ২৭, ২০২১
রেটিং করুনঃ ,