চলার পথে নানান কথা– পর্ব – ১২
জীবনের চলার পথে নিজের জীবন অভিজ্ঞা নিয়ে যতি কোথাও লিখি “নিজের তরে এখন আমরা সকলে” তখন কথাটির কোন অর্থ থাকে না বরং পরের তরে আমরা সকলে কবি কামিনী রায়ের এই বিখ্যাত কবিতার লাইনটির মূল কথাটির অর্থকে ব্যঙ্গ করা হয়।
খুব বেমানান হলেও এখন “পরের তরে আমরা সকলে” কবি কামিনী রায়ের এই বিখ্যাত কবিতার লাইনটির মূল কথাটি এখন অনেকটাই ম্লান। নিজ স্বার্থ ও নিজ প্রয়োজন ছাড়া মানুষ বাড়তি তেমন কিছু একটা করতে চায় না আড়ালে অনেক কারণ- কোন ফাঁদ পাতা থাকতে পারে উটকো ঝামেলা থাকতে পারে, পরের কল্যান করতে গিয়ে কোন ফাঁদে পড়ে নিজের মারাত্মক বিপদ ডেকে আনা।
ন্যায়ের পথ ধরে হোক আর অন্যায়ের পথ ধরে হোক শুধু মাত্র নিজের স্বার্থের কথা চিন্তা করে সবাই এগিয়ে চলেছে, অন্যের উপকার দান, সহযোগিতা একান্তই তার নিজ অধিকার ও নিজ্বস পাওনা ধরে নিয়ে এগিয়ে চলে নিজেকে প্রতিষ্টিত করে চলেছে। অন্যকে একটু সাহায্য সহযোগিতা করলে যেন তার মারাত্মক রকমের ক্ষতি কিম্বা তার উন্নয়নের বিঘ্ন ঘটতে পারে অথবা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে এই ভয়ে।
তাই বর্তমান ধারায় ” নিজের তরে এখন আমরা সকলে” এই বাক্যটি জীবন গড়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে, এই ধারাকে অনুশরণ করে ছুটে চলেছে বর্তামান প্রজন্ম।জীবনের প্রতিটি ক্ষেত্র এখন প্রতিযোগিতায় পড়ার কারণে বর্তামান প্রজন্ম এই ধারাটিকে বেছে নিয়েছে প্রতিযোগিতায় টিকে রাখতে যদিও এই ধারা একটু ভঙ্গুর সমাজের সূচনা করে দিচ্ছে, আবার হয় তো স্থায়ি সমাজ গড়ার জন্য উন্নত একটি ধারা প্রতিষ্টিত হবে।
তারিখঃ অক্টোবর ১৯, ২০১৯
রেটিং করুনঃ ,