শিউলি ফুলের মত তুমি! নাকি আমার শিউলি-
হালকা সুখে তুমি কি ভেসে বেড়ানোর দিনগুলি!
সৌন্দর্য খচিত সারা আকাশে নক্ষত্র মন্ডলির মত
সূর্যের মত যেন বিলায়েছো সেই আদিকাল থেকে অবিরত।
যত আলো যত তাপ যা ফুরাবার কখনও নয়
সদা জেগে থাকা, নাই যার হিসাবে কোন ক্ষয়।
শিউলি – তুমিও তো তেমন বিলায়েছো অ-কাতরে
তোমার সৌন্দর্য মাধুরী শুভ্রতার চন্দন চাদরে
খনিকে দূর্লভে যতটুকু দেখা পাই যতটুকু ছোঁয়া
স্নিদ্ধ হই প্রফুল্লতায় কেটে যায় যত মন্দ ধোঁয়া।
দীর্ঘকাল হও না তুমি কেন! মিতালি শিশিরের সাথে
খানিক দেখা দিয়ে কেন মিলায়ে যাও ভোরের বাতাসে!
অধিক যে চাই অধিকের ভিতরে শক্ত মুঠিতে
সময় যত পিচ্ছিল তবুও না পারও যাতে ছুটিতে।
সব বিলায়ে দিয়ে শিউলি ফুলের মত পূজার আয়োজনে
ফুরায়ে যায় সব স্নিদ্ধতা দানে সময়ের প্রতি বিন্দু ক্ষণে।
আমি চাই আমার শিউলিকে কোমল ছোঁয়ায় মিহি মায়ায়
হৃদয়ে যে বাঁধা থাকে প্রতিটি ক্ষণে নিবিড়ে অন্তরের ছায়ায়।
শিউলি গাছে ফুলের প্রকাশে যে শিউলি ফুল. ফুলে মানায় বেশ
আমার শিউলি আমার হৃদয়ে নিবিড় বন্ধনে নিভৃতে হই নিঃশেষ।
রাখি না ভালো-মন্দের হিসাবে থাকি যখন শিউলিতে মিশে-
হয়তো সুখে হয়তো যাতনায় যদি প্রাণ কেড়ে নেয় কঠিন বিষে।।
তারিখঃ অক্টোবর ০২, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,