তোমায় দেখে আমর কলম যে আবেগ মাখা কথা যত
ঝর্ণা ধারার উচ্ছ্বাসে লিখে যায় অবিরাম অবিরত
তুমি কি কখনও জেনেছো তা, কত তার গভীরতা।
এ এক নিঃরব কাব্য কথা লিখে চলেছে শুধুই নিঃরবতা।
জানো নাই তুমি সেই নিঃরব কাব্যের কিবা অর্থ তার !
অন্তর জেনেছে আলোকিত করে এ ভূবনে যতই থাকে আঁধার।
সব ভুলে হারিয়ে যাওয়া যে অচেনা পথ, যত অনিশ্চিত
তোমায় দেখে যেন সব নিশ্চিত, হৃদয় ভূবন আলোকিত।
সত্যের ধারায় তোমার মিতালী, সেখানেই আমার পথ চলা
যতটুকু পেয়ে সব যে পেয়েছি, হয়েছে যত কথা ছিল অ-বলা।
তারিখঃ মে ৩০, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,