কিছুটা দূরে থাকাটা ভালো খুব নিকটে না এসে বরং
নানান রটনা রটে, কথা রূপ কাঁটায় হৃদয় বিদ্ধ হয় নিমিষে।
পাওয়ার বাসনায় হৃদয়ের পলতায়
দপ দপ করে আগুন জ্বলা যখন শুরু করে
কে মানে সমাজ আইন, নীতি !
পড়ে থাকে সে সব পাড়ার মোড়লের খাতায়, মাথায়, পাতায় পাতায়।
মনে মহড়া দেয় আসন্ন যুদ্ধের
বাঁধে যুদ্ধ-
সমাজ নীতি আইন থেকে পালিয়ে বেড়ানো যখন তখন
কলঙ্ক ফেরারী হয়ে, অনিদৃষ্ট বা চিরকালের ফেরারী।
এটা ঠিক যে, অনেক ফুলের কাঁটা থাকে-
যেমন একটি গোলাপ পাপড়ি ধরতেই জানান দিল সে বরং কাঁটাও।
হৃদয় প্রসারিত করে উদার করে
সকল কাঁটা বিদ্ধ কষ্ট-হৃদয়ে ধারণ করেও
তোমাকে খুব কাছাকাছি ছুঁতে চাই।
লক্ষ হাজার কাঁটা হয়ে তুমি আমাকে বিঁধে ফেল নির্মম যন্ত্রনায়
আমর কোন ভ্রুক্ষেপ থাকবে না।
একবার শুধু ছুঁবোই ছুঁবো তোমাকে-
তারপরে যদি হই কলঙ্কে মাখা চিরকালের ফেরারী।।
তারিখ: অক্টোবর ০৯, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,