তুমি কোন রঙের সাজে নিত্য ক্ষণ কেবলি সাজো
কার মন জয়ে তুমি আনন্দ ঘন্টা হয়ে কেবলি বাজো,
কখনও অচমকা কখনও অনুক্ষণের ছলে চেয়ে চেয়ে থাকি –
মেঠে না দেখার সাধ, অপূরণে জীবনের সব বাকি।।
মনের মাঝে কখন আলো জ্বালিয়ে খুলে দিয়েছো দেখার চোখ –
দেখার তৃষ্ণা হৃদয়ে ব্যকুলতা চোখে আছে স্বচ্ছ প্রছন্ন আলোক।
প্রাণে ভরে তোমাকে দেখে জুড়াবো মনের দহন আছে সে আশা আজও।
রত্ন সম্ভারে গড়া তুমি সৌন্দর্য দেবী ধরায় কেবলি কি একা
কবে হবে চোখ অন্তর দিয়ে পূর্ণ ভাবে নিভৃতে তোমাকে দেখা।
তুমি ক্ষণে ক্ষণে দূরে চলে যেও না থেকো চাঁদের আলোয় রূপ রাশিতে
তোমাকে দেখে দেখে অপূর্ণতা ফুরাব তোমার মুক্ত ঝরা রাশি রাশি হাসিতে।
তখন তুমি হৃদয় কাননে বিকশিত হয়ে সৌন্দর্যে ম্লান হবে শাহ-জাহানের তাজও।।
তারিখঃ আগষ্ট ১৮, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,