প্রত্রিকায় ও ব্লগে শিশুদের নিয়ে লেখা শিশুদের কাছে পৌঁছায় না তেমন করে – এটা একটি পরিসংখ্যান গত দিক। ব্লগে শিশু- সাহিত্য নিয়ে লিখলে এক সময় শিশু- সাহিত্যের বই আকারে একুশে বই মেলায় স্থান পাবে বেশ গুরুত্বের সাথে এবং পরবর্তিতে তা যুক্ত হবে বাংলা সাহিত্যে।
দিনে দিনে বিশেষ করে আমাদের দেশে ব্লগ ভাবনার একটি পরিবর্তন হচ্ছে আরএকটু ষ্পষ্ট ভাবে বলতে ায়গেলে বলত গেলে বলতে হয় ব্লগ ভুবনের বা ধারণার উন্নতি হচ্ছে।
ইদানিং ব্লগ একটি শক্তিশালি মাধ্যম বিশেষ করে উন্নত দেশগুলিতে। আর কবি ও লেখকগন বেড়িয়ে আসবে ব্লগ গুলি থেকে। আগামী দিনে প্রজন্মকে একটি সঠিক দিক নির্দেশনা দিতে কবি লেখকদের উচিত হবে আরও কিছুটা বেশি করে শিশু-সাহিত্য লেখা।
চলমান বিশ্ব ছুটে চলেছে তথ্য-প্রযুক্তির উপর ভর করে, আর চলমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে তথ্য-প্রযুক্তিকে সাথে করেই চলতে হবে, অন্য কোন বিকল্প জানা নেই এই মূর্হুত্তে
বর্তমানের তথ্যপ্রধান যুগে যারা লেখক বা কবি হতে চান, তাদের লেখালেখির সূচনাটা ব্লগ থেকে শুরু হয়েছে বা শুরু করতে হবে, ব্লগে তার নিজের ধারণাগুলি লিখবেন, গল্প, কবিতা লিখবেন আর সাথে সাথে পাবেন পাঠক প্রতিক্রিয়া, এই ভাবেই তৈরী হচ্ছে লেখক কবিদের বিশাল এক পাঠক গোষ্ঠি। যা লেখক, কবিদের এগিয়ে যেতে সাহায্য করছে।
আবারও বলি ব্লগে শিশুদের নিয়ে লেখা শিশুদের কাছে পৌঁছায় না তেমন করে তবে শিশু-কিশোর বিষয়ক লেখক কবিগন ঠিকই বুঝতে পারবেন তাদের লেখাগুলি কত খানি শিশু-কিশোরদের কাছে গ্রহন যোগ্য হচ্ছে, ব্লগের বিজ্ঞ পাঠকগন তা মূল্যায়ন করে দিবেন। ব্লগ পাঠকদের সঠিক মূলায়নের উপর ভিত্তি করেই অনেক শিশু-কিশোর বিষয়ক লেখক কবি দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন যে তাদের কোন কোন শিশু- সাহিত্যের উপর লেখাগুলি বই আকারে একুশে বই মেলায় স্থান পাবে আর তা পরবর্তিতে যুক্ত হবে বাংলা সাহিত্যের ভুবনে।
বর্তমানে লেখক ও কবি তেরী হচ্ছে ব্লগ থেকেই- অন্ততঃ এর বাইরে আমার কাছে আর কোন ভালো বাক্য নেই।
জুলাই ১৬, ২০১৪
রেটিং করুনঃ ,