এক কবি একবার আইনস্টাইনকে প্রশ্ন করেছিলেন ” আচ্ছা আপনি কি বলতে পারেন একবার আপনার মাথায় কোন তত্ব আসলে তখনই কি তত্বগুলি কাগজে লিখে ফেলেন !!! ”
আমাদের কোন কথা, ছন্দ, অনুভূতি, চিন্তা মাথায় আসলে আমরা অনেকেই সাথে সাথে কোথাও না কোথায় লিখে ফেলি। আমরা যারা সল্প মেধার, না লিখে রাখলে ভুলে যাই। হারিয়ে ফেলি। পরক্ষণই চেষ্টা করলে লিখতে গেলে আগে যা মাথায় এসেছিল সে রকম আর হয় না। কোথা থেকে ভিন্ন কতক গুলি শব্দ এসে জুড়ে বসে। এলোমেলো করে দেয় আগের ছন্দকে, অনুভূতিকে। মনে হতে থাকে বিদ্রোহী কবির মত ছন্ন ছাড়া।
আমরা এখন একটা ভালো লেখার জায়গা পেয়েছি। লেখার জায়গা। আমদের এই প্রিয় ব্লগ।
অনেক পুরানা দিনে ফিরে যাওয়া দরকার নেই, কিছু দিন আগেও আমাদের কাগজে লিখতে গিয়ে অপ্রিয় অক্ষর, শব্দ, বাক্য গুলি মুছে দিত হত। কাটাকাটি করতে হত। ব্লগে এখন লেখার সময় ব্লগের লাইনও সোজা করতে হয় না।
আমরা অনেকেই এখানে লেখক হতে, কবি হতে বা সাহিত্যিক হতে পারি নি বা বিজ্ঞানী। আমরা লিখে যাচ্ছি কিন্তু হতাশ নই। লেখার জন্য আনেক ভালো ভালো সুবিধাগুলি আমাদের হাতে। একটি লেখার মতামতও পেয়ে যাচ্ছি সাথে সাথে। নিজেকে শুধরিয়ে নিতেও পাচ্ছি আবার সাথে সাথে উৎসাহও পাচ্ছি।
লেখাগুলিকে সংরক্ষণও করতে পাচ্ছি। ব্লগের প্রতি আমাদের ভালো লাগার, অনেক সময় ব্যয় করার এক এক জনের এক রকমের কারণ, অনুভুতি্। আমাদের অনেকেরই আইনস্টাইনের মত মাথা নেই বলে ব্লগটাকে আমাদের খুব প্রয়োজন। খুব প্রয়োজন।
অনেকের সাথে অনেকের দীর্ঘ দিনের একটি বন্ধুত্ব। আবার অনেকের সাথে অনেকের ক্ষণ কালের একটি বন্ধুত্ব। ক্ষণ কালের জানা, চেনা, অথচ অদেখা।
অনেক সময় ক্ষণ কালে জানাই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। স্মরণীয় হয়ে থাকে। আমাদের ক্ষণিকের পরিচয় আবার হারিয়ে যাওয়া হয়তো রবি ঠাকুরের কবিতার মত।
” আকাশের দুই দিক হতে দুইখানি মেঘ এল ভেসে ,
দুইখানি দিশাহারা মেঘ — কে জানে এসেছে কোথা হতে !
সহসা থামিল থমকিয়া আকাশের মাঝখানে এসে।
দোঁহাপানে চাহিল দুজনে চতুর্থীর চাঁদের আলোতে ।
ক্ষীণালোকে বুঝি মনে পড়ে দুই অচেনার চেনাশোনা ,
মনে পড়ে কোন্ ছায়া দ্বীপে , কোন্ কুহেলিকা – ঘের দেশে ,
কোন্ সন্ধ্যাসাগরের কূলে দুজনের ছিল আনাগোনা !
মেলে দোঁহে তবুও মেলে না , তিলেক বিরহ রহে মাঝে —
চেনা বলে মিলিবারে চায় , অচেনা বলিয়া মরে লাজে ।
মিলনের বাসনার মাঝে আধখানি চাঁদের বিকাশ —
দুটি চুম্বনের ছোঁয়াছুয়ি , মাঝে যেন শরমের হাস!
দুখানি অলস আঁখিপাতা , মাঝে সুখস্বপন – আভাস !
দোঁহার পরশ লয়ে দোঁহে ভেসে গেল , কহিল না কথা —
বলে গেল সন্ধ্যার কাহিনী , লয়ে গেল উষার বারতা ।”
ব্লগে আমরা আসি, থাকি আবার হারিয়ে যাই। অনেক সময় অনেক ছোট ছোট ঘটনা, দু একটা কথা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে। ক্ষণ কালের জানা, চেনা অনেকেই আমাদের মনের অনেক গভীরে থেকে যায় বড় একটা জায়গা জুড়ে। বহুকাল। কেউ কেউ আমরা অল্প সময়ের জন্য তাজ-মহলে যাই। অল্প সময়ের জন্য সেখানে থাকা, অল্প সময়ের জন্য তাজ-মহলকে জানা তবুও আমাদের মনে তাজ-মহল, তাজ-মহলের ভিতরের কাহিনী আমাদের মনে অনেক খানি জায়গা দখল করে থাকে। বহু কাল।
সময়ের স্রোতে আজও তাজ-মহল যে আমাদের মনে কবিতা হয়ে আছে। অনুভূতির অনুভূতি হয়ে আছে, এই ব্লগ হোক আমাদের মনে কবিতা। অনুভূতির অনুভূতি ।
তারিখ: মে ২৩, ২০১২
রেটিং করুনঃ ,