আজ থেকে ৪৬ বছর আগে এই দিনে অর্থাৎ ১৯৭২ সালের ১৭ই মার্চ ঢাকা থেকে প্রকাশিত MORNING NEWS নামে পত্রিকাটি প্রকাশিত হয়ে ছিল, অর্থাৎ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫২তম জন্মবার্ষিকীতে বাংলাদেশের বন্ধু রাষ্ট্রের প্রধান হিসাবে ভারতের তৎকালিন প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধী ১৯৭২ সালের ১৭ই মার্চ প্রথম স্বাধীন বাংলাদেশে এসেছিলেন। পত্রিকাটি বিশেষ গুরুত্ব দিয়ে ইন্দিরা গান্ধীর বাংলাদেশ সফর ও শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর খবর ছবি সহ প্রথম পৃষ্ঠায় প্রকাশ করেছিল। ( লক্ষ্য করলে দেখা যাবে সেদিন প্রত্রিকাটির মূল ছিল ২০ পয়সা। )
স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন কারী ভারতীয় সৈন্যদের ভারতে ফিরত সহ নানা গুরুত্ব পূর্ণ বিষয়ে আলোচনা ও চুক্তি ছিল এই সফরের প্রধান উদ্দেশ্য। ঐ দিন সোহরাওয়ার্দী উদ্যানে এক জনাকির্ণ সমাবেশে জাফরানী রঙের শাড়ি পরিহিতা ভারতের তৎকালিন প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের জন গনের উদ্দেশ্যে শুভেচ্ছা ভাষন প্রদান করেন। ইন্দিরা গান্ধীর ভাষনের উত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবেগ আপ্লুত হয়ে ইন্দিরা গান্ধীকে উদ্দেশে বলেন ” নিঃস্ব আমি রিক্ত আমি দেবার কিছু নাই”
উল্লেখ্য যে, MORNING NEWS নামের এই পত্রিকাটির কাটিংটি বর্তমানে দিল্লীতে ইন্দিরা গান্ধী ম্যমোরিয়ালে রক্ষিত আছে, দিল্লী ভ্রমণের সময় ছবিটি ক্যমেরায় ধারণ করা।
তারিখ: মার্চ ১৭, ২০১৮
রেটিং করুনঃ ,