দেশের ৩২৩টি পৌরসভার মেয়রকে তাদের পদ থেকে অপসারণ করা হয়েছে। সোমবার স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে ওই প্রজ্ঞাপনে বলা হয়।
এর আগে ৪৯৫টি উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসরণ করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) দায়িত্ব পালন করবেন। এছাড়া ৫৩টি জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। তাদের পরিবর্তে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসকরা (ডিসি)।
দেশের ৫৩টি জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। তাদের স্থালে জেলা প্রশাসকরা (ডিসি) দায়িত্ব পালন করবেন।
সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে বিষয়টি জানানো হয়েছে।
অপসারণকৃত জেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে জেলা প্রশাসকরা (ডিসি) দায়িত্ব পালন করবেন বলে ওই আদেশে বলা হয়েছে।
উল্লেখ্য, এর আগে দেশের ৪৯৫টি উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে।
সূত্র: মানবজমিন।
তারিখ:আগষ্ট ১৯, ২০২৪
রেটিং করুনঃ ,