দেশের ২৫ জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের প্রত্যাহার করা হয়।
প্রত্যাহারের পাশাপাশি একই আদেশে তাদেরকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
তালিকায় ঢাকা, সিলেট, রংপুর, কক্সবাজার, চট্টগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ, কুমিল্লা, হবিগঞ্জ, মাগুরা, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, নোয়াখালী, মৌলভীবাজার, ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট, চাঁদপুর, খুলনা ও গোপালগঞ্জের ডিসি রয়েছেন।
ডিএমপির ৭ যুগ্ম কমিশনারকে বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক আদেশে এ বদলি করা হয়েছে।
আদেশে বলা হয়, ডিএমপির যুগ্ম কমিশনার হাসান মো. শওকত আলীকে লজিস্টিকস, খন্দকার ফরিদুল ইসলামকে ট্রাফিক দক্ষিণ, সৈয়দ হারুন অর রশীদকে সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার-দক্ষিণ, সুফিয়ান আহমেদকে ট্রাফিক উত্তরে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া ডিএমপির যুগ্মকমিশনার মোহাম্মদ জায়েদুল আলম, এস এম মেহেদী হাসান ও সুদীপ কুমার চক্রবর্তীকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
সূত্র: দৈনিক যুগান্তর।
তারিখ: আগষ্ট 20, ২০২৪
রেটিং করুনঃ ,