বর্তমানে ভারতের যে হারে প্রবৃদ্ধি হচ্ছে, তাতে আগামী ২০২৭ সালের মধ্যে দেশটি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির স্বীকৃতি পাবে বলে মনে করছে ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার গবেষণাপ্রতিষ্ঠান এসবিআই রিসার্চ। এই প্রক্রিয়ায় তারা জাপান ও জার্মানিকে অতিক্রম করে যাবে।
এর আগে করা এসবিআইয়ের এক প্রতিবেদনের বরাত দিয়ে ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, ভারত আগামী ২০২৯ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির স্বীকৃতি পাবে বলে মনে করা হচ্ছিল। এখন তারা সেই ক্ষণ আরও দুই বছর এগিয়ে এনেছে।
জিডিপির আকার অনুযায়ী, এখন বিশ্বের প্রথম ও দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির স্থানে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও চীন। তিন নম্বরে আছে জাপান। চতুর্থ স্থানে থাকা জার্মানির পর এই তালিকায় ভারতের স্থান পঞ্চম।
এই বিষয়ে এসবিআইয়ের অর্থনীতিবিদেরা তাঁদের প্রতিবেদনে জানিয়েছেন, ‘২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত প্রকৃত জিডিপি তথ্যের ওপর ভিত্তি করে অনুমান করা হচ্ছে, ২০২৭-২৮ অর্থবছরে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে পারে। ২০১৪ সালে ভারত এই তালিকায় দশম স্থানে ছিল, এখন পঞ্চম।
আমাদের আগের অনুমান ছিল, ২০২৯ সালে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার লক্ষ্য পূরণ করতে পারে। কিন্তু এখন ধারণা করছি, তার দুই বছর আগেই এই লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা আছে।’
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২-২০২৭ সালে ভারতের সর্বমোট যে প্রবৃদ্ধি হবে, তা অস্ট্রেলিয়ার জিডিপির বর্তমান আকার ছাড়িয়ে যাবে; বর্তমানে দেশটির জিডিপির আকার ১ লাখ ৮০ হাজার কোটি ডলার।
বর্তমানে ভারতের যে হারে প্রবৃদ্ধি হচ্ছে, তাতে প্রতি দুই বছরে তার জিডিপিতে ৭৫ হাজার কোটি ডলার যুক্ত হবে। সেই হারে এগোলে ভারত ২০৪৭ সালের মধ্যে ২০ ট্রিলিয়ন বা ২০ লাখ কোটি ডলারের অর্থনীতিতে পরিণত হবে। সেই সঙ্গে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৭ সালের মধ্যে বৈশ্বিক জিডিপিতে ভারতের হিস্যা হবে ৪ শতাংশ।
২০১৪ সালের বৈশ্বিক জিডিপিতে ভারতের হিস্যা ছিল ২ দশমিক ৬ শতাংশ; এখন তা ৩ দশমিক ৫ শতাংশে উন্নীত হয়েছে।
ভারতের জাতীয় প্রবৃদ্ধির সঙ্গে রাজ্যভিত্তিক প্রবৃদ্ধি নিয়েও পূর্বাভাস দিয়েছে এসবিআই রিসার্চ।
প্রতিবেদনে তারা বলেছে, আগামী ২০২৭ সালের মধ্যে অন্তত ভারতের দুটি রাজ্য ৫০০ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ডলারের জিডিপি প্রবৃদ্ধি অর্জন করবে। সেই দুটি রাজ্য হলো মহারাষ্ট্র ও উত্তর প্রদেশ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৭ সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠলে বড় রাজ্যগুলোর জিডিপির আকার এশিয়ার ভিয়েতনাম ও ইউরোপের নরওয়ের মতো দেশকে ছাড়িয়ে যাবে।
চলতি বছর ভারতের প্রবৃদ্ধি সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের প্রবৃদ্ধি ৮ শতাংশ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই আনুমানিক হারে প্রবৃদ্ধি হলে ২০২৩-২৪ অর্থবছরে ভারতের প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৫–এ ছাড়িয়ে যাবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে ভারতের ৬ দশমিক ৫ থেকে ৭ শতাংশের মতো প্রবৃদ্ধি অবশ্যই ইতিবাচক বিষয়। এটাই ‘নিউ নর্মাল’ বা নতুন বাস্তবতা। ওয়াকিবহাল মহলের মতে, তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার বিষয়টি যদি বাস্তব হয়ে ওঠে, তাহলে সেটি হবে ভারতের জন্য অসাধারণ অর্জন।
সূত্র:প্রথম আলো।
তারিখ:জুলাই ৩১, ২০২৩
রেটিং করুনঃ ,