আগামী চার বছরের জন্য হোয়াইট হাউসের অধিপতি হতে যাচ্ছেন জো বাইডেন। ১৮০০ সালে প্রতিষ্ঠার পর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রেসিডেন্ট জন অ্যাডামস থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প—সবাই বাস করেছেন এই সাদা ভবনে। বাইরে থেকে হোয়াইট হাউসের চিত্র হয়তো অনেকেরই পরিচিত। কিন্তু সুবিশাল সাদা এই ভবনের ভেতরটা কেমন? মার্কিন প্রেসিডেন্টরা কোথায় ঘুমান? কোথায় গোপন বৈঠক করেন? কোথায়ই–বা সিনেমা দেখেন?
১. হোয়াইট হাউস দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরের ১৬০০ পেনসিলভানিয়া অ্যাভিনিউতে।
২. পুরো ভবনটি মূলত তিনটি আলাদা ভাগে বিভক্ত—ওয়েস্ট উইং, ইস্ট উইং ও এক্সিকিউটিভ রেসিডেন্স।
৩. ভবনের মোট আয়তন প্রায় ৫৫ হাজার বর্গফুট।
৪. ১৩২টি কক্ষ, ৩৫টি শৌচাগার ও ৩টি রান্নাঘর আছে এতে।
৫. থিয়েটার হল, সুইমিং পুল, টেনিস কোর্ট, গলফ কোর্ট ও জগিং ট্র্যাকও আছে।
৬. এর দরজার সংখ্যা ৪১২ এবং জানালা ১৪৭টি।
৭. ওঠানামার জন্য আছে ৮টি সিঁড়ি এবং ৩টি লিফট।
৮. ভবনগুলোর বাইরের পুরো অংশ রং করতে প্রায় ৫৭০ গ্যালন রং লাগে।
সূত্র: সূত্র: বিজনেস ইনসাইডার (প্রথম আলো)
তারিখ: জানুয়ারী ১৮, ২০২১
রেটিং করুনঃ ,