বাংলা মাস হিসাবে আজ ৪ আশ্বিন, বাতাস বিহিন দিন রাত, বাতাসে বেশ আদ্রতা একটি অস্বস্থিকর ভ্যবসা গরমে জীবন প্রায় অতিষ্ট, আকাশ মেঘ মুক্ত শরতের বৈশিষ্টে কিছু খন্ড খন্ড সাদা মেঘে আকাশে ভাসে, সাথে রৌদ্রের তীব্রতা। এই অস্বস্থিকর ভ্যাবসা গরমটা কেটে যাবে আসন্ন কার্তিকে এইটাই ষড় ঋতুর নিয়ম তারপরও পেতে চাই একটু হিমেল বাতাস, শীতল বাতাসের পরশ।
যদিও এই সময়টিতে অতি বৃষ্টি হওয়ার কথা নয় তবে কোথাও কোথাও অতি বৃষ্টি, হঠাত বৃষ্টি হচ্ছে আর সে কারণে অস্বস্থিকর ভ্যবসা গরমে জীবন প্রায় অতিষ্ট।
তাই এই আশ্বিনের প্রায় শেষ ভাগে আছি হেমন্তের অপেক্ষায় যেখানে না গরম না শীত খেলা করে মন করে উদার আরাম দায়ক এক আবহাওয়ার পরিবেশ।
তারিখঃ সেপ্টম্বর ১৯, ২০২০
রেটিং করুনঃ ,