প্রতি দিনের দেখায় তুমি ছিলে বড় কাছে –
তোমার সুখের পরশ যেন এখনও আছে !
অচমকা বুঝেছি তুমি আছো কিছুটা দূরে –
জানা নেই তুমি কোন আনন্দ বেদনা পুরে।
জাগে তাই মনে সদা অচমকা অজানা ভয়
আছো কি ভালো তুমি ! এ প্রশ্নে কাঁপে হৃদয়।
কিছুতেই পাই না স্বস্থি, আসে না মনে স্থিরতা
শূণ্যতার এক কালো ছায়ায় সবই নিঃরবতা।
তোমার দুরে যাওয়া, তোমার এ বিশাল শূণ্যতা
আভাস দিয়ে যায় কি মনে প্রেম আগমনের বার্তা
তোমার শূণ্যতা কি তুমিই কেবলি সেই জন !
যে হৃদয়ে বাজিয়ে, ছোঁয়া দিয়ে করে হৃদয় হরণ !
তাই যদি হয় তবে আমার জন্য হৃদয় দুয়ার খোলা
হৃদয়ে আনো চাঞ্চলতা, খেলায় তোমার প্রাণের দোলা।
আজ হৃদয়ে সবুজ মাঠ তুমি , হৃদয়ের সজীব ঘাস
আমি জনমে জনমে তোমার হৃদয়ে করিব বাস।।
তোমার ক্ষণিক দূরে যাওয়া হৃদয়ে তোমার শূণ্যতা
সত্য করেছে, স্বচ্ছ করেছে, দূর করেছে যত দৈণ্যতা।
প্রকাশে আজ জগৎ জুড়ে তুমি সত্য আলোক শিখা
হৃদয় নিবেদিতা তুমি , প্রেমের আলোক বর্তিকা।
আমাকে করেছো জয়ি, তোমার হৃদয়ে পূণ্য হৃদয়বান
জীবনব মরণ ক্ষণে তোমাকেই দিয়েছি শ্রেষ্ঠ সন্মান।।
তারিখঃ আগষ্ট ২১, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,