রাখো আমার হাতে হাত আমার হৃদয় ভালো করা
হৃদয় ভালো করার রত্ন সম্ভারে তুমি যে গড়া।
হৃদয়ে ব্যরাম সারে তোমার কোন মহাঔষধে
হাওয়া বদলে তুমি নিয়ে যাবে আমায় কোন পথে !
দূর করে দাও হৃদয়ে যত ব্যরাম, ক্ষত অসুখ জরা
রাখো আমার হাতে হাত আমার হৃদয় ভালো করা!
সাঁঝের আকাশে তুমি আমার প্রথম দেখা তারা
তাদের মাঝে মিশে গিয়ে আমি হতে চাই সারা।
রাত যত গভীরে যায় তুমি উজ্বল থেকে উজ্বলতর
হৃদয়ে কি নিয়েছো ঠাঁই তাই কি হৃদয় কাঁপে থরোথরো।
দুখের দহন যাতনার অনল সবে কি চিরতরে যাবে নিভে
সকল সঞ্চিত ভালোবাসা দিবে কি আমার হৃদয়ে প্রদীপে !
তবে কেমন করে হৃদয়ের ব্যরাম রবে তুমি যে হৃদয় হরা !!
রাখো আমার হাতে হাত আমার হৃদয় ভালো করা।
তাই আজ মুক্ত, হৃদয়ে যত ব্যরাম, ক্ষত অসুখ জরা
মাধুরীতে, সৌরভে, রূপ সৌন্দর্যে শুধুই তুমি ভরা।।
তারিখ: সেপ্টম্বর ১৯, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,