আর কি হবে ফিরা ! এ যে ফিরার পথ নয়
হৃদয় দিয়ে নিভৃতে যার রচেছি তোমার হৃদয়।
পাখি উড়ে নীড় ছেড়ে, ঝর্ণা নামে পাহাড় থেকে
আমার চলা তোমার হৃদয়ে নানান কাব্য কথা এঁকে।
তোমার হেঁটে চলা, কালো চোখের চঞ্চলতা অরণ্য চুলের মেলা
ছন্দিত কথার সুর, হাসি রাশি রাশি সবই ভালো লাগা সকল বেলা।
সুরভীর সুরোভিত, নান্দনিকের নান্দনিক, প্রফুল্লতার উচ্ছ্বাস
এ সবই তোমার সম্পদ, উন্নত এক হৃদয়ের বিশাল প্রকাশ।
তাই অজানায় সীমাহীন চাওয়ায় হৃদয় বেঁধেছি দৃঢ়তায়-
ফিরার আর পথে নেই সকলি বাঁধা তোমার অসীম সীমানায়।
তারিখঃ জুন ০৪, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,