আকারণই আজকাল এইসব
তাই তো মনে অন্য রূপের উৎসব
কিছু প্রকাশে আসে কিছু থাকে অপ্রকাশ
কিছুটা সত্য রূপে কিছু থাকে উদাস
কিছু কথা ঈঙ্গিতে কিছু কথা সরাসরি
কিছু মূল্যহীন কিছু রত্ন সম্পদে অর্থ কড়ি।
তবুও চাই যা মিছে যাক সরে দূরে –
যা দিবালোকে, গভীর রাতে, মধ্য দুপুরে,
সত্যে ভর করে কেবলি চলা
হোক কঠিন দুঃখ যাতনা, করুণ ক্রন্দন-কলা।
সব নেব মনে যদি বা সত্য না হয়
যদি হয় কেবলি মায়া স্বপ্নময়!
তবুও নেব মেনে
অর্থহীন জেনে।
সময়ের যদি অপচয়
শক্তির যদি ক্ষয়।
এইসব অকারণের যে কারণ
এক পলকে দৃষ্টি যখন গভীর মনে করেছো ধারণ।
ফিরানোর পথ আর নাই
অকারণে তাই
পড়েছি বাঁধা
জীবনের এক গোলক-ধাঁধা,
মুক্তির পথ গিয়েছে হারায়ে-
মায়া-মন্ত্র আছে হাত বাড়ায়ে।
স্বপ্নের বেচা-কেনায় মায়া স্বপ্নের সুক্ষ্য বুনন
স্বপ্নের প্রদীপ জ্বালাই হৃদয় প্রান্তর করে খনন।
তাই তো অবিরত প্রিয় স্বপ্নরা আসে
সত্য অনুভূতিতে ভাসে, আলোকিত প্রকাশে।।
সত্য তুমি, আলোকিত তুমি, সত্যের বুনন
অন্তরে কেবলি পাই তাই সত্যের চির স্পন্দন।।
তারিখঃ মার্চ ২৪, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,