তোমাকে নিবিড়ে ছোঁয়ার বাসনায় যে মন
সে কি কেবলি খেয়ালিপনায় কেবলি অকারণ!
কোন বন্ধনে রচিত সে কোন আদি কাল হতে-
নীরবে কেবলি কি তা বয়েছে হৃদয়ের শান্ত স্রোতে!
আকুল হয়ে থাকি প্রতি সময়ের বিন্দুতে বিন্দুতে
এ কোন ঘোর! কোন মায়ায় কোন প্রশ্নের কিন্তুতে!
নিত্য নিয়েছো বাস গড়েছো দীর্ঘ ঘনো নিঃশ্বাস
পেয়েছি কি স্থির বাসনা কোন স্বস্থির আশ্বাস।
সকল ঘোর কাটায়ে সকল জোড় ঘুচায়ে
খুব সাবলিলে চেয়েছি হৃদয়ের শান্ত শীতল ছায়ে।
এ শুধু নীরবের চাওয়া অনন্ত কালের প্রতিজ্ঞা পণ।
খুব নিভৃতে তোমার হৃদয়ে হয়েছি যখন হরণ।।
তারিখঃ সেপ্টম্বর ০৯, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,