খুব কাছে দাঁড়ালে আলো কণিকা সাজানো থরে থরে
ভুবনের সব রূপ, সব নারীর সব রূপ হরণ করে
মুখে, জগতের সব সুখে তোমার মায়া বাঁধানো বুকে
যাতনারা বিদায় নিয়ে অতৃপ্তির হিসাব দিয়েছে চুকে।
আর ক্লান্তি এলো না চোখে যুগের পর যুগ তোমাকে দেখে
ভুবনের সব রূপ তুলিতে নিয়ে সৌন্দর্য মাধুরী যায় এঁকে-
তোমাকে; সৌন্দর্য মাধুরীতে মিশে ক্লান্তির বদলে শুধু প্রফুল্লতা
প্রথম পরশের ছোঁয়া পাই, অপ্রকাশে উদার নীরব আকুলতা।
কখনও সকালের শিউলিতে তোমার মিতালী দেখি খুব
স্নিগ্ধতায়, দ্রুত বিদায়ের বেলায় দেখি ভুবনের সব রূপ
একখানে করে প্রথম ভোরে আমি দেখি ভিন্ন এক উচ্ছ্বাসে
রূপ মাধুরীতে মিলায়ে তুমি আমার হৃদয়ে সকল বিশ্বাসে।
তারিখঃ নভেম্বর ০৩, ২০১৯ (শ)
লিফট
রেটিং করুনঃ ,