খুব প্রিয় মুখ বলে খুব চাঁদ মুখের তুলনায় যে অধিক-
প্রিয়ের প্রিয় হয়ে নানান ছোঁয়ায় ছেঁয়ে আছে চারিদিক,
বারবার কাছে আসতে চেয়ে থাকি কত যে অধীর প্রতিক্ষায়!
কবে হবে তোমার কাছে যাওয়া যদি মৃদু মুধুর যাদুর হাওয়ায়!!
থাকে না আর কোন চাওয়া শুধু একটি চাওয়া ছাড়া!
জীবন বলো, মরণ বলো তুমিই হৃদয়ের জগৎ, নক্ষত্র-তারা।।
মিছে লাগে সব, যদি একটু সঙ্গ একটু কথা এক পলকের দেখা
ফুলের সুবাস, প্রিয় কথার লাইন কিছু সময় নিভৃতে একা।
বাসনার নীড়ে এইটুকুই আছে হৃদয়ের হৃদয়ে শুদ্ধ খুঁজা
অন্ততঃ পথের যাত্রায় শুধু হোক এই অনুভূতিটুকুই বুঁঝা।।
তারিখঃ অক্টোবর ২৭, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,