তোমার হাসিতে দেখি
ঝর্ণার উচ্ছ্বাস
ভোরের স্নিদ্ধ আলো
মুক্তার ঝিলিক
যাদুতে মায়াতে ভুলানো ভুবন।
তোমার চোখে দেখি
ঠিক দীঘি অবিকল
শ্রাবণের ধারণ করা মেঘ
হরিণের চাঞ্চলতা
শিল্পীর আঁকা চিত্রপট।
তোমার ঠোঁঠে দেখি
লিপষ্টিকের আড়ালে বাসনা রেখা
রহস্যে ভরা মায়া জাল
নদীর বাঁকে এক মোহনা
জ্যামিতি বিদ্যার বিশ্ময় রেখা।
তোমার কথায় দেখি
মুক্তা ছড়ানোর উৎসব
হৃদয় কাঁপানোর ঘোর
বিশ্বাসের আবাস
প্রতিজ্ঞা পণের প্রকাশ।
তোমার চুলে দেখি
গভীর অরণ্য বন
নক্সার মেলা
ঢৈউ খেলার বেলা
কোমলতার ছোঁয়া।
তোমার চলায় দেখি
নৃত্যের তাল
নূপুরের ছন্দ
গম্ভীরতার প্রকাশ
পথের সৃষ্টি।
যতবার তোমাকে দেখি
নতুন ভুবন আমার
আচার্যের চির বিশ্ময়
হৃদয়ে লুকিয়ে থাকা তুমি
সকল চাওয়ার উর্ধ্বে ।।
তারিখঃ আগষ্ট ২২, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,