আমি তোমার হৃদয়ে যাবো
নিবিড় শান্ত শান্তি খুঁজে পাবো,
ঈর্ষা, লোভ, হিংসা সেখানে-
সেখান থেকে মুক্তি নিতে
আমি তোমার হৃদয়ে যাবো।
দুঃখ, জ্বালা যাতনা কষ্ট লাঘবে
আমি তোমার হৃদয়ে যাবো,
জগতে সকল সুখ শান্তির আমি পেয়েছি ঠিকানা
তাই আমি তোমার হৃদয়ে যাবো,
তোমার ঢেউ খেলা চুলে মিশে
আমি তোমার হৃদয়ে যাবো,
তপ্ত, দহন প্রতারণা থেকে মুক্তি পেতে
আমি তোমার হাসিতে মিশে যাবো।
সকল বিশ্রী, আবর্জনা, দূর্গন্ধ থেকে মুক্তি পেতে
তোমরা কাঁচা হলুদ বর্ণের সুগন্ধী বাহুতে মিশে যাবো।
অবিশ্বাস, সন্দেহ থেকে পরিত্রাণ পেতে
আমি তোমার চোখ জোড়ায় ঠাঁই নিবো।
পণ, প্রতিজ্ঞা প্রতিশ্রুতি ভাঙার খেলা থেকে মুক্তি পেতে
আমি তোমার বিশ্বাসে মিশে যাব।
সকল মন্দ থেকে বিদায় নিয়ে
তোমার সকল ভালোতে মিশে যাবো
আমাকে ফিরাতে চাইলেও আমি দাবি রেখে যাবো
তোমার শুদ্ধ হৃদয়ে একদিন মিশে যাবো।
সকল শুষ্কতা থেকে, রুক্ষতা থেকে
আমি তোমার সৌন্দর্যে মিশে যেতে চাই।
সকল হট্টগোল, বিবাদ বিতর্ক থেকে মুক্তি পেতে
আমি তোমার গম্ভীরতায়, মৌণতায় মিশে যেতে চাই।
সব দুঃখ-ভাব, বিষন্নতা থেকে মুক্তি পেতে
আমি তোমার চঞ্চলতায় মিশে যেতে চাই।
জানি আমি, নাই তোমার মত মহিষিনী
আমার জীবনে আর কখনও দেখি নি
তাই ঠাঁই নিতে চাই তোমার কোমল হৃদয়ে
নিবিড় শান্ত শান্তি খুঁজে পেতে চাই, তাই –
আমি তোমার হৃদয়ে যাবো
জন্ম-জন্মান্তরে আমি সেখানেই রবো।।
তারিখ: জুলাই ১০, ২০১৮
রেটিং করুনঃ ,