যাব না চলে! রাখো আমাকে যত ডুবায়ে যতনার বিষে
তোমার রক্ত কণিকায় কণিকায় আমি থাকবো মিশে।
আগুনে পুড়ায়ে পুড়ায়ে যতই আমাকে করতে পারও অঙ্গার
আমি মিশে থাকব তোমার শিরায় শিরায়, শরীরে যত হাড়।
কাঁদায়ে কাঁদায়ে আমাকে যতই করবে কঠিন কৃষ্ণ পাথর
তোমার হৃদয়ে বসতি গড়ে আমি তোমারই হবো বাসানার বর।
আমাকে যত কারাবাস দাও, রাখো অন্ধকার শৃঙ্খলে বন্দী
আমি তোমার মনে ফুল ফুটে তোমাকেই বিলাব সুগন্ধি।।
হৃদয় ঘরে কেউ শুদ্ধ মনে যদি প্রবেশ করে মনের দুয়ার খুলে
রাখিও স্বযতনে তাকে, হৃদয়ে ফোটা প্রিয় ফুলটি তাকেই দিও তুলে।।
তারিখঃ জুলাই ২২, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,