কবে কে কোথায় বলেছিল নও তুমি আমার !
বিশাল আকাশ ঢেউ মাতানো সমুদ্র শান্ত নদী
বনের পাখিরা, পাহাড়র ঝর্ণাধারা, বৃক্ষের ছায়া,
ওরা কি বলেছিল !
হৃদয়ে তো ওরা থাকে কেবল, স্বাক্ষী থাকে প্রতি ক্ষণ,
সাথে তোমার হৃদয়ও।
অন্তরের যতটুকু কথা বলা ওদের বলা আর তোমাকে।
বিভ্রান্ত হয় নি নিজের কাছে, নিজের বিশ্বাসের কাছেও!
পথ ধরে কত নানান রকমের মানষের চলাচল
পথ ফুরাবার নয়, নানান মানুষের নানান কথা
থেমে থাকে না, আকাশে যেমন মেঘ।
বহু কালের জন্য অনেক নিদর্শন স্থির থাকে
যেখানে থাকে মানুষের চলাচল, অগণিত।
আমি স্থির তোমার জন্যে, বহু কালের,
হৃদয়ে চলাচল অবিরাম প্রিয় মানুষের মত।
তোমার যে হৃদয়ে দখল আমার বীর যোদ্ধার মত
যে হৃদয় তুমি দখলে নিতে দিয়েছে অনেক শক্তি ব্যয়ে।
তারিখঃ নভেম্বর ১৬, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,