অধিক যতনে রাখা নিবিড় অন্তরে
উদার আকাশে বিশাল প্রান্তরে
মিলেছিল যেখানে দেখা
নিভৃতে কেবলি একা।
আর হয় নি ভুলে যাওয়া
সেই ধীরে পায়ে চলা নীরবে চাওয়া
উচ্ছ্বাস মুখে কিঞ্চিত বাঁকা ঠোঁটে
প্রভাতে আলো প্রথম যে ভাবে ফোটে-
সেই ক্ষণটাই মনে আছে
নিবিড় অন্তরে গেঁথে আছে সুঘ্রাণের মত খুব কাছে কাছে।
কে বলে সারা ক্ষণ দাও না দেখা !
আমি দেখি, অদৃষ্ট কলমের লেখা।
আর কার জন্য অন্তরে অধিক যতনে রাখা !
শুধু সেই চোখ, সেই বাঁকা ঠোঁটে হাসি, মায়াতে যা আছে মাখা।
কেউ বলে তোমার দাম্ভিক চলা আমি বলি উন্নত শিরে
সত্য মুক্ত চিন্তা-ধারা পেয়েছে ঠাঁই এক নীড়ে।
সেই খানি তুমি আমি, নেই কেউ আর-
হৃদয়ের সকল কথা চায় একেবারে থামিবার।
তারিখঃ ডিসেম্বর ০৯, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,