অনেক কিছু মিলাতে পেরেছি
অন্তত যেমনটায় ভাবনায় ছিল
মিলেছে এক এক করে তেমনটাই।
চোখ দুটাকে কিছুতেই মিলাতে পারি নি।
কোন সাদৃশ্যে!
কারো সাথে তুলনায় কারো সাথে মিলাতে
সাধ্যের ওপারে।
চোখে একটি ভাষা থাকে জানি
যে ভাষায় কথা বলি তোমার সাথে একান্তে, যুগে যুগে।
চোখ মায়া থেকে মায়াবী হয়!
উচ্ছ্বাসের চোখ, চাঞ্চলতার চোখ
টলটল চোখ, শ্রাবণ ধারার চোখ নানান উপমায় চোখ।
চোখের রঙের কথা, পাপড়ীর কথা
চোখের মনি কথা, চোখ বিদ্যার কথা,
জেনেছি-
আর শুধু বুঝেছি,
তোমার চোখ জোড়ায় আমার পৃথিবী
যে চোখ জোড়া হেনেছে
আমার হৃদয়ের গভীরের বহু দূর।
তারিখঃ ডিসেম্বর ১৯, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,