চলার পথে নানান কথা– পর্ব – ১৪
হারিয়ে যাবে ক্রমে একদিন সাহিত্য
এর সাথে সম্পর্কে নেই অর্থ ও বিত্ত
জীবনের চলার পথে একজন লেখক হয়ে যদি কোথাও লিখে ফেলি যে ” হারিয়ে যাবে ক্রমে একদিন সাহিত্য, এর সাথে সম্পর্কে নেই অর্থ ও বিত্ত” কথাটির তেমন গুরুত্ব বহন করে না বরং সাহিত্যকে অবমাননা করা হয়. সাহিত্যকে ব্যঙ্গ করা হয়। কথাটি খুব বেমানান হলেও একদিন সত্য হওয়ার সম্ভবনাই বেশি তবে বেঁচে থাকবে গান যুগের ভূমিকায়, সমাজের প্রয়োজনে সেই সাথে বেঁচে থাকবে রহস্যময়তায় কবিতা।
ধনিক প্রবনতা যেখানে প্রবল সেখানে সাহিত্য চর্চায় সময় ব্যয় করলে অর্থ ও বিত্তের সন্ধান পাওয়া কঠিন, মানুষ অর্থ ও বিত্ত আয়ের দিকে এতই যত্নশীল যে সেখানে আজ সাহিত্য পাঠকের পরিসংখ্যানগত সূচক নিন্ম-মুখি। মানুষ এখন ছুটছে তথ্যের সন্ধানে আর প্রচুর তথ্য ভান্ডার করে অর্থ ও বিত্তের সন্ধান পাওয়া।
সময় এখন এতোই প্রতিযোগি মূখি অর্থ বিত্তের সেখানে সাহিত্য চর্চা ম্লান, সাহিত্য চর্চা যেন নিজেকে পিছিয়ে নিয়ে যাওয়ার একটি চর্চা।
গানের সাথে বড় ধরণের অর্থ বিনিয়োগ জড়িত তাই সেখানে চর্চা থাকবে, থাকবে আয় অর্জনের নানান পথ। মানুষের মধ্যে আবেগ ও মনন বিকাশের চেষ্টা থাকলেও কবিতা থাকবে অথবা মানুষ আবেগহীন হয়ে পড়লে অথবা মননে কুশ্রী বিকাশের প্রয়োজনে কবিতার চর্চা থাকবে।
বিলপ্ত হতে থাকবে সাহিত্য তৈরীর মেধা ও প্রেরণা সাহিত্য তৈরীতে যেমন সময়ের বড় প্রয়োজন, তেমন সাহিত্যের বাজার পেতে প্রয়োজন সময়ের, সাহিত্য যখন বর্তমানে অর্থ ও বিত্তের সন্ধান দিতে পারছে না বা সম্ভবনা দেখাতে পারছে না তাই হারিয়ে যাচ্ছে ক্রমে সাহিত্য চর্চা সাথে সাহিত্য রচনা।
তারিখঃ নভেম্বর ২০, ২০১৯
রেটিং করুনঃ ,