হাফ কাট কাট চুল কাটের কাটিং
( গল্পের বদলে এটি একটি রস -রচনা )
দিলারের দাদা তার নাম রেখেছিল দেলোয়ার, কিছুটা আধুনিকতার ছোঁয়া লাগিয়ে ওর খালা মামীরা নাম রেখেছে দিলার, মনে হয় দিল (অন্তর, মন ) থেকে দিলার , এখন সবাই দিলার বলেই ডাকে। বেশ দ্রুত বড় হয়ে গেল একুশ বছর ছুঁয়েছে, ছোট্ট বোনটার নাম ডল, আর একটু বড় হলে ডলি নামে তাকে ডাকা হবে, এটাও দাদার দেওয়া দেওয়া নাম।
দিলারের দেশের রাজনীতি, সমাজ নীতি নিয়ে ভাবা হয় না এগুলি ওর ভাবতে ভালো লাগে না, বাবার ভালো চাকুরী মা অনেক খেয়াল রাখে যা প্রয়োজন তা চাওয়া মাত্র কিছুটা মাতা কর্তৃক পরীক্ষা নিরিক্ষার পর দিলার তা পেয়ে যায়, নতুন মডেলের সেল ফোন বা ল্যাপ টপ, ক্যমেরা ইত্যাদি।
আমাদের দেশে বেশ কয়েক যুগ থেকে রাজনীতির অঙ্গনে একটি মৌসুম থাকলেও এ সব নিয়ে দিলারের মনে কোন চিন্তা ভাবনা কাজে করে নি, হেমন্ত, শীত ও বসন্ত ঋতুতে প্রকৃতিগত আবহাওয়া শীত শীত অনুভূতি থেকে তীব্র শীতের দিকে গেলেও রাজনীতির অঙ্গন যে, কোন কোন বছর বা হালকা পাতলা কিছুটা উতপ্ত হয়ে উঠে এ সব ভাবনার মধ্যে দিলার কখনই ছিল না, তবে সে একবার কোন বইয়ে পড়েছিল দেশের একজন সচেতন নাগরিক হিসাবে সমাজ নীতি, রাজনীতি ও অর্থনীতিতে কিছুটা জ্ঞান রাখা উচিত।
এখন কার্তিক মাসের শেষের দিক আর অগ্রহায়ন প্রায় দুয়ারে, দিলারের মা আবহাওয়া বা ঋতু নিয়ে বেশ জ্ঞান রাখে যদিও তিনি দেয়াল ঘেরা ঘরেই থাকেন তবে আবহাওয়া বা আকাশের দিকে তিক্ষ্র দৃষ্টি থাকে, আকাশের মেঘ দেখে তিনি আকাশের আর আবহাওয়ার গতি বিধি নিয়ে ভালোই পূর্বাভাষ দিতে পারেন।
আজ সকালে দিলারের ভার্সিটি বা বাইরে যাওয়ার কোন তৎপরতা দেখতে না পেয়ে দিলারের মা বলল, আজ তোমার ক্লাস নেই !
সরাসরি না বলে দিলার বলল, কোন জরুরী ক্লাস নেই, শুধু সময় নষ্ট হবে, তাই আজ আর ক্লাসে যাচ্ছি না।
– তা হলে তুমি আজ চুল কাটিয়ে আসো, চুল বড় হয়েছে, এই মৌসুমে চুল বড় থাকলে ঠান্ডা জ্বর হতে পারে
– ঠিক আছে আম্মা সাড়ে বারোটার দিকে চুল কাটাতে সেলুনে যাব।
ইচ্ছা করেই দিলার আজ ক্লাস ফাঁকি দিল ল্যাপ টপ নিয়ে কিছু সময় কাটানোই ছিল ইচ্ছা, সাড়ে বারোটা পর্যন্ত ল্যাপ টপের কাজগুলি দ্রুত করতে থাকলো, সাড়ে বারোটার মধ্যে চুল কাটাতে সেলুনে না গেলে তার আম্মা একের পর এক রিমাইন্ড দিতেই থাকবে।
যেহেতু আজ ক্লাস ফাঁকি দিয়েও মায়ের কাছে ধরা খায় নি বা জেরার মুখে পড়তে হয় নি তাই রিমাইন্ড আসার আগেই ঠিক সাড়ে বারোটায় সে সেলুনে যাওয়ার আগে তার মাকে জোড় গলায় বলে গেল আম্মু সেলুনে যাচ্ছি আর ফিরছি ৪৫ মিনিট পরেই।
বাসার পাশেই গলিতেই সেলুন তবে একে বারে চিপা গলি বলা চলে না বেশ প্রশস্ত যথেষ্ট লোকজন ও গাড়ীর চলাচল। সেলুনটা বেশ ফাঁকা ছিল ঐ সময়, যাওয়া মাত্র চুল কাটা শুরু হলো, নাপিতের সাথে টুক টাক কথাও হচ্ছিল চুল কাটার ফাঁকে ফাঁকে এর মধ্যে মাথার ডান পাশটার চুল কাটা শেষ, ঠিক এই সময়টিতে গলির কিছুটা দূরে নাকি খুব কাছে সঠিক বোঝা যাচ্ছিল না তবে বেশ জোড়ে আওয়াজ শুনা যাচ্ছিল ” ধর……. ধর, হরতাল . হরতাল ….জ্বালো জ্বালো আগুন জ্বালো….. ” আর বুঝা যাচ্ছিল সব দোকানদাররা দোকান-পাট দ্রুত গতিতে বন্দ করে ফেলছে।
সেলুনে নাপিতরা চুল কাটা বন্দ করে সেলুন বন্দের প্রস্তুতিতে দিলার জোড়ে জোড়ে বলছিল এই হাফ কাট কাট চুল কাট নিয়ে কী ভাবে রাস্তায় বের হব ! বাসায় যাব !! এমন সব কথা দিলার কত বার বলেছে গোড়ে জোগে মনে নেই তার তবে সে বুঝতে পারলো খুব আদর করে মামা ডাকা নাপিতরাই অনেকটা ধাক্কা দিয়েই দিলারকে সেলুনকে বের করে দিল আর শুনতে পেল একজন নাপিত বলছিল মামা গলি ঠান্ডা হলে বাকিটা কাটিয়ে ফিনিসিং নিয়েন এখন দৌড় দেন, খুব জোড়ে দোড় দেন !
কখন দিলার দৌড় দিয়ে গলিতে নেমেছে জানা নেই দেখল সব মানুষই দৌড়াচ্ছে আর ” ধর……. ধর, হরতাল . হরতাল ….জ্বালো জ্বালো আগুন জ্বালো….. ” এই সব শব্দে তার কান ভারি হয়ে উঠেছে আর কিছুই শুনতে পাচ্ছে না, হাফ কাট কাট চুল কাটের কাটিং নিয়ে দিলারও দোড়াচ্ছে নিরাপদে বাসায় পৌঁছাতে, হঠাৎ চোখে পড়ল রাস্তায় পড়ে আছে একটি সুন্দর মত ক্যাপ, হাফ কাট কাট চুল কাটের কাটিং থেকে বাঁচার উপায় হিসাবে ক্যাপটা তার মাথায় কী ভাবে উঠে গেল দিলার নিজেই অবাক !
নিজেকে বলল যাক বাবা বাঁচাতো গেল একজনের মাথা থেকে নিশ্চয় পড়েছে এই দৌড়া দৌড়িতে, যাক ক্যাপটারও একটা গতি হলো, ভালো ছেলেটার মাথা ঠাঁইও পেল।
বাসায় মা ও ছোট্ট বোন ডল খুব চিন্তিত হয়ে দিলারের জন্য অপেক্ষা করতেই ক্যাপ মাথায় মাতার পুত্র ও ভগ্নির ভ্রাতার প্রবেশ। ডলের চোখ পড়তে চিৎকার করে বলল আম্মু দেখেছো ভাইয়া কি সুন্দর একটা ক্যাপ কিনেছে আমাকেও কিনে দিতে হবে আজই, এখনই !
দিলারের আম্মু বলল মানুষ সব দৌড়িয়ে তাল পাচ্ছে না আর আব্বু তুমি চুল কেটে ক্যাপও কিনে ফেললে !! চুল কাটিয়ে কেউ কি আবার ক্যাপ মাথায় দেয় নাকি !!
হাফ কাট কাট চুল কাটের কাটিং এর ভিতরের অনেক গভীরের কথা চেপে গিয়ে দিলার বলল আম্মু এটা এখন একটা ফ্যাসান হয়েছে চুল কেটে অন্তত; একদিন মাথায় ক্যাপ পরে থাকা – এটা মডার্ন হেলথ টিপসও হতে পারে !!
তারিখ: নভেম্বর ০৮, ২০১৫
রেটিং করুনঃ ,