আমি তোমার চোখ হতে চেয়েছি, হাওয়ায় উড়ানো চুল,
কখনও তো্মার কানের দুল, গালের ছোঁয়ায় তুল তুল।
হাতের কাঁকন চুড়ি, কপালের মাঝে লাল টিপটি, নাখের নোলক
কখনও আড় বাঁকা দাঁতটি, শুভ্র বরণে যেন নরম পাখির পালক।
হতে চেয়েছি তোমার বাঁকা হাসির চির স্মরনীয় ক্ষণ,
ঠোঁট জোড়ায় বহু বছর পরে সখির সাথে অনর্গল কথোপকথন,
আড় চোখে তোমার গোপন চাহনি, চঞ্চল চোখের স্থির মনি,
কখনও তোমার নরম পায়ের তালু, বাধা খোপার নক্সা করা আটনি।
তোমার ধীর পায়ে থপ থপ হাটা, হতে চেয়েছি অকারণে বাকা ঠোঁটের ঢঙ,
স্বর্ণ পানিতে মিশিয়ে যেন কাঁচা হলুদে মাখানো তোমার হাতের রঙ।
তারিখ : মে ০৫, ২০১৮ ( শ )
রেটিং করুনঃ ,