স্মৃতি বাড়িতে যা থাকে তা সুখ ও দুঃখের একটি মিশ্রণ, কারও ভাগে কিছু বেশি বা কম পার্থক্য শুধু এইটুকুই। সুখ ও দুঃখ বিহীন কখনও স্মৃতি বাড়ি হয় না। সবারই একটি স্মৃতি বাড়ি থাকে, কারও বাড়িটা খুব বড় রাজ-প্রাসাদ সমান কারওটা বা কুঁড়ে ঘর।
সেই স্মৃতি বাড়ি থেকে পুরাতন স্মৃতিগুলিকে বারবার তুলে আনি, এটি একটি চর্চা, এই চর্চাই সবারই থাকে, তবে অনেকেই রাখেন তা অপ্রকাশিত, তাতে যদি উটকো কোন ঝামেলা বাসা বেঁধে বসে !! সুখ- শান্তি যদি হয় হরণ।
সুখ হারাবার সাহস অনেকের নেই, দুঃখ তবে দূরে যাবে কি ভাবে !! দুঃখকে ভুলে যাওয়ার মত বড় দুঃখ আর নেই, দুঃখই সঠিক পথ দেখায়, বরং সুখ চলার পথকে সংকোচিত করে দেয়, বহু দূরের পথ আর পাড়ি দেওয়া হয় না, চলাচলের সীমানা সীমিত হয়ে আসে।
তাই বলে শুধু শুধু দুঃখের পাথর মনে না বসিয়ে সুখের গোলাপ ফুটানো যায় মনে যত দুঃখের পাহাড় থাকুন না কেন ! – এটি জীবনকে উপভোগ করার একটি সংক্ষিপ্ত পথ, যে পথের যাত্রী আমরা সকলে।
রেটিং করুনঃ ,
স্মৃতি নিয়ে চমৎকার লেখা।
হঠাৎ করে লেখা, পড়ার জন্য ও মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
স্মৃতি বাড়ি নিয়ে সুন্দর কথা।
পড়ার জন্য ও মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
স্মৃতি সবসময় জ্বালাময়
তা হোক মধুর কিংবা দুঃখের!
দুঃখের স্মৃতি কখনোই কাউকে সুখ দিতে পারেনা
তেমনি মধুর স্মৃতি যা এই মূহুর্তে ফিরে পাবর কোন
সম্ভাবনা নাই অর্থাৎ সেখানে থাকে ফিরে না পাওয়ার বেদনা।
তাই স্মৃতি রোমন্থনে জ্বালা বড়েই। সুতরাং যা গেছে বা কি হবে
সেই ভাবানায় না থেকে কি করতে পারি অর্থাৎ বর্তমানকে নিয়ে
থাকাই বুদ্ধিমানের কাজ। আমি ভাই স্মৃতি বাড়ি আগেই ভেঙ্গে দিয়েছি
নিজ হাতে। গড়তে চেষ্টা করছি বর্তমান বাড়ি,হোক তা কুড়ে ঘর !!
তারপরও দুঃখ যতটা জীবনে সফলতা দিতে পারে সুখ তা দিতে পারে না, তাই দুঃখ চর্চা করতে অতীত দিনের স্মৃতিকে আমন্ত্রণ জানানা উচিত মাঝে মাঝে তাই বলে সকল দিন-মান নয়।
সুখ সাময়িক দ্রুত হারিয়ে যায়, দঃখের যাত্রা বৃহৎ -তবে এ সব আমার মতামত, প্রায় সকল মানুষেই সুখের অনুশারী।
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ নূরু ভাই।
দুঃখকে ভুলে যাওয়ার মত বড় দুঃখ আর নেই, দুঃখই সঠিক পথ দেখায়, বরং সুখ চলার পথকে সংকোচিত করে দেয়, বহু দূরের পথ আর পাড়ি দেওয়া হয় না, চলাচলের সীমানা সীমিত হয়ে আসে।
যারা দীর্ঘ পথ পারি দিয়েছে তারা দুঃখকে বরণ করেই পথ পাড়ি দিয়ে সাফল্য তুলে এনেছে।
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
সত্যিই স্মৃতি বাড়িটা খুবই সুন্দর কথা দিয়ে সাঁজিয়েছেন ভাই! মনে হলো পড়তে পড়তে সত্যিকারের স্মৃতি বাড়িতেই ঢুকে পড়লাম! বেশ ভালো লাগলো পড়ে, অনেক অনেক শুভকামনা রইলো। :-)
অনেক অনেক শুভেচ্ছা জানবেন আপা,
কারণে অকারণে আমাদের স্মৃতি বাড়িতে যেতে হয়, খানিকটা বিশ্রামের জন্য, ষেখানে ঘুরে বেড়ানোর মধ্যে এক অদ্ভুত করমের অনুভূতির ছোয়া পাওয়া যায়।
বাহ সুন্দর ভাই;
তাই বলে শুধু শুধু দুঃখের পাথর মনে না বসিয়ে সুখের গোলাপ ফুটানো যায় মনে যত দুঃখের পাহাড় থাকুন না কেন ! – এটি জীবনকে উপভোগ করার একটি সংক্ষিপ্ত পথ, যে পথের যাত্রী আমরা সকলে।
:yes: :yes: :yes: :yes:
যেমন আমার স্মৃতির বাড়ী, সন্ধ্যাবতীর জলছবি :heart: :heart: :rose: :rose:
খুব গুছিয়ে মন্তব্য করেছেন, অনেক অনেক শুভেচ্ছে জানবেন মান্নান ভাই।