আশায় আশায় বুক বেঁধে তোমাকে যে চাইলাম
সুরের সাথে সুর মিলিয়ে কত যে গান গাইলাম।
স্বপ্নের পিঠে স্বপ্ন বেঁধে হলাম স্বপ্ন সওদাগর
পথের পরে পথে হঁটে রাখি নি দুয়ার ঘর।
একটি কথা বলব বলে শুধু ছিল পণ
সে পণটুকুর অবশেষে হল প্রস্থান বরণ !
মেলে নি তোমার সারা
হয়েছি নিদ্রাহারা।
কত আকুলতা কত ব্যকুলতা
শুধুই মিলেছে তোমার কঠোরতা।
যদি তোমার শৈশব সরলতায়
তোমার মনটিকে কখনও দোলায়
তবে দিঘি ধারে বসে
শৈশব হিসাব যেও কষে
পাবে আমাকেই তোমার হৃদয় দুয়ারে জুড়ে
সত্য, খাঁটি হয়ে যাবে তোমার হৃদয় পুড়ে।।
তারিখ: মে ১৪, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,