ভোরের স্বপ্নে আসা সেই তুমি যেন টোকা দিয়ে দিলে গভীর ঘুম ভাঙিয়ে
আলোকিত তখন সব-ভোরের আকাশ, নদী, সাথে পাহাড়ও উঠলো রাঙিয়ে।
দেখি খুব প্রাতঃকালে একটু বেশি ফুটেছে ফুল, সু-গন্ধীও ছড়িয়েছে বেশ
অলি বলো ভ্রমর বলো সাথে পতঙ্গরাও একটু বেশি পেয়েছে মধুর আবেশ।
সাকালের প্রথম উঁকি দেওয়া রবি দিয়েছে একটু বেশি করে কোমল আলো
ডালে ডালে পাখিরা সুর তুলে পাতায় পাতায় গাছগুলি বেশি করে সাজালো।
ঝর্ণা দিয়েছে আজ বেশি করে তার ছুটে চলার উচ্ছ্বাস, উজার করা মৃদু বাতাস
শিশিরে শিশিরে বিস্তৃন মাঠ সেজেছে আপন রূপে সবুজ ঘাসের পরে শুয়ে থাকা ঘাস!
ভোরের স্বপ্নে আসা সেই তুমি, আলোকিত ভুবন এ সবই তোমার স্বপ্নের দান
জগৎ বলো, ভুবন বলো, সব বিকিয়েও তোমার মূল্যমানের হবে না সমান।
স্বপ্নে আসার মত কখনও যদি অচমকা আমার সামনে থাকো দাড়িয়ে
জানিও; তোমার হৃদয়ে ঠাঁই পেতে দিয়েছি আমার দুই হাত বাড়িয়ে।
তারিখঃ সেপ্টম্বর ০৩, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,