কেন অযথা মনে নানান স্বপ্ন বুনাও!
দূরের সুর কেন কাছে এনে শুনাও!
কোন মায়ায় কোন যাদু ছায়ায় কেবলি হই বশ!
স্বপ্নের মাঝে তাই খুজে পাই সজীবতা, জীবনের রস।
চোখের কোন নিভৃত কোণের কোন গভীরে
স্বপ্নরা নীরবে জাল বুনে কোন অন্তর নীড়ে!
জানি নাই কিছু কোন পলকে কোন অগোচরে
নানান স্বপ্ন তাই সাজে অন্তর মনে থরে থরে।
তাই তো কেবলি খুঁজে পাই শান্তি
দুঃখ ভুলে থাকার সকল প্রশান্তি
যতকাল আমি তুমি স্বপ্ন যাব বুনি
এক হয়ে এক বীনার সুর যাব শুনি।।
তারিখঃ জুলাই ০৭, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,