তুমি আজ খুব স্পর্শ কাতর সীমান্ত রেখা
আজানা সব রণ-কৌশল সীমান্তের এপারে ওপারে।
অতন্দ্র প্রহরীর মত পাহাড়ায় আমি
যদি ঐ সঙ্গীর সাথে হাতে হাতে রেখে
সীমান্ত রেখা পাড় হতে চাও!
অভিশাপ দিয়ে বলি ঐ সঙ্গীর হাত
ভয়ানক এক অজগর হয়ে যাবে।
তোমাকে পেঁচিয়ে ধরে
যে সব স্বপ্ন তোমাকে দেখিয়েছিল
সব গপ গপ করে গিলে খাবে।
অজগর একবার পেঁচিয়ে ধরলে
রক্ষা করে না কাউকে।
স্পর্শ কাতর সীমান্ত রেখা তুমি আজ
অথচ কত গভীর বিশ্বাসের ছিলে তুমি
নিশ্চিন্তে নিরাপদে ছিল চলাচল।
তাই পাহাড়ায় আছি বেশ সতর্ক দৃষ্টিতে
চোখের পলকে ঐ সঙ্গীর সাথে হাতে হাতে না রাখতে পারো।
বরং সীমান্তের এ পাড়ে নিশ্চিন্তে, গভীর বিশ্বাসে
আমার হাত শক্ত করে ধরে রাখো
সব সঙ্গীর হাত অজগর হয় না।
বিশ্বাস দিয়ে গেলাম তোমার কোমল হাতের ছোঁয়া
চিরদিন কোমল হয়েই থাকবে।
যেখানে থাকবে না কোন অজগরের ছোবল।
নিরাপদ ও বিশ্বাসের এক টুকরা ঘর
বিলাশ আকাশে যেমন এক টুকরা মেঘ
খুব নিশ্চিতে ও নিরাপদে চলাচল করে অসীম সীমানায়।
তারিখঃ জানুয়ারী ০২, ২০২০ (শ)
রেটিং করুনঃ ,