বিশ্বনেতাদের মন থেকে স্নায়ুযুদ্ধের মনোভাব মুছে ফেলে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, ‘বৈশ্বিক শান্তি থেকে অনেক দূরে আমরা। সবাই বিদ্বেষ ও কুসংস্কারের জন্ম দেয়, এমন বাগাড়ম্বরে ব্যস্ত। খবর এএনআইয়ের
দাভোসে অনুষ্ঠেয় বৈশ্বিক অর্থনৈতিক ফোরামে (ডব্লিউইএফ) ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে গত সোমবার সি বলেন, ‘আমাদের স্নায়ুযুদ্ধের মানসিকতা বর্জন করতে হবে। শান্তিপূর্ণ সহাবস্থান এবং সব পক্ষের স্বার্থ রক্ষা হয় এমন উপায় বের করতে হবে। বিশ্ব আজ শান্ত হওয়া থেকে অনেক দূরে। বিদ্বেষ ও কুসংস্কার বেড়ে যায় এমন বাগাড়ম্বর সবদিকে। ফলে যা হচ্ছে তা সবার জন্য বিপদ ডেকে আনছে। বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য মোটেও ভালো নয় এটি।’ চীনা প্রেসিডেন্ট এ সময় ‘আধিপত্যবাদ এবং একনায়কতন্ত্রবাদ’-এর বিরুদ্ধেও কথা বলেন।
সি বলেন, ইতিহাস বারবার প্রমাণ করেছে যে সংঘর্ষ সমস্যার সমাধান করে না। এটি কেবল বিপর্যয়কর পরিণতি ডেকে আনে। আধিপত্যবাদ এবং একনায়কতন্ত্রবাদ কাউকে রক্ষা করতে পারে না। তারা শেষ পর্যন্ত অন্যের পাশাপাশি নিজের স্বার্থও ঠিক রাখতে পারে না।
বিভিন্ন ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই এসব কথা বলেছেন সি। তিনি বলেন, একে অপরের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বিভিন্ন দেশ এবং সভ্যতা একসঙ্গে এগিয়ে যেতে পারে। সবার উচিত বৈষম্যকে দূরে রেখে সব পক্ষের স্বার্থ রক্ষায় কাজ করা।
সি চিন পিং ‘বিশ্বকে মেরুকরণ করে এমন একচেটিয়া ছোট ব্লক’ এবং ‘মতাদর্শগত বিরোধিতা’র বিরুদ্ধেও কথা বলেন।
সূত্রঃ প্রথম আলো।
তারিখঃ জানুয়ারী ১৯, ২০২২
রেটিং করুনঃ ,