নিলামে উঠছে মার্কিন প্রযুক্তিবিদ স্টিভ জবসের হাতে লেখা একটি চিঠি। হাতে লেখা এ চিঠিটি জবস লিখেছিলেন ১৯৭৪ সালের ২৩ ফেব্রুয়ারি। তাঁর বয়স ১৯ পূর্ণ হওয়ার ঠিক এক দিন আগে। আর তাঁর বিখ্যাত কোম্পানি অ্যাপল প্রতিষ্ঠার প্রায় দুই বছর আগে। বন্ধু টিম ব্রাউনকে লেখা জবসের এক পৃষ্ঠার ওই চিঠির দাম কমপক্ষে তিন লাখ ডলার উঠবে বলে আশা করছেন ব্রিটিশ নিলাম হাউস বনহামস। আগামী ৩ নভেম্বর নিলামে উঠছে এটি। সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
কী লেখা রয়েছে চিঠিতে?
নিলাম হাউস বনহামস বলছে, এই প্রথম স্টিভ জবসের নিজের লেখা এমন কিছু নিলামে উঠছে। চিঠিটি ছিল মূলত টিম ব্রাউনের লেখা কোনো চিঠির জবাব। শুরুটা ছিল এমন, ‘টিম আমি তোমার চিঠিটি বহুবার পড়লাম। আমি বুঝতে পারছি না কি বলব। অনেক সকাল এসেছে ও গেছে। মানুষ এসেছে ও গেছে। আমি ভালোবাসা পেয়েছি এবং অনেকবার কেঁদেছি। যদিও কোনোভাবে তা বদলায় না—তুমি কি বুঝতে পারছ?’
ব্রাউন ও জবস একসঙ্গে ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে হোমস্টেড হাইস্কুলে পড়াশোনা করেছেন, যেখানে এখন অ্যাপলের সদর দপ্তর অবস্থিত। ব্রাউনের লিঙ্কডইন প্রোফাইল অনুসারে, ২০১১ সালে জবসের মৃত্যুর আগপর্যন্ত যোগাযোগ রেখেছিলেন তাঁরা।
চিঠিতে জবস ব্রাউনকে জানান যে তিনি ভারত ভ্রমণের জন্য অর্থ সঞ্চয় করছেন। জৈন–বৌদ্ধ ধর্মের প্রতি আগ্রহ ছিল তাঁর। চিঠিটি লিখেছিলেন এভাবে, ‘আমি এই বলে শেষ করছি যে আমি কোথা থেকে শুরু করব, তা–ও জানি না।’ চিঠির শেষে তিনি লেখেন শান্তি, এরপর স্বাক্ষর করেন।
চিঠিটি যে বছর লেখা হয়েছে সে বছরের শেষের দিকেই ভারতে যান জবস। সেখানে আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য সাত মাস কাটান। সে সময় থেকে জবস নিয়মিত ধ্যান শুরু করেন। ওই সফরে ক্ষুধা, দারিদ্র্য আর রুদ্র প্রকৃতির সঙ্গে পরিচয় ঘটে স্টিভ জবসের। পরে ভারত থেকে লুঙ্গি পরে এবং মাথার সব চুল ফেলে দিয়ে যুক্তরাষ্ট্রে ফেরেন জবস। সেই জবস ছিলেন একেবারেই এক নতুন মানুষ। তাঁর চেতনায় তখন বুদ্ধের আদর্শ, জীবনাচারে তিনি নিরামিষভোজী। এর কিছুদিন পরেই আরেক বন্ধু স্টিভ ওজনিয়াকের সঙ্গে জুটি বেঁধে ক্যালিফোর্নিয়ায় নিজের বাড়ির গ্যারেজে অ্যাপল প্রতিষ্ঠা করেন জবস।
২০১১ সালে যখন স্টিভ জবস মারা যান তখন তাঁর ব্যক্তিগত সম্পদ ছিল আনুমানিক ৮ দশমিক ৩ বিলিয়ন ডলার। আর বর্তমানে তাঁর রেখে যাওয়া কোম্পানি অ্যাপলের বাজার মূল্য প্রায় আড়াই ট্রিলিয়ন ডলার।
বনহামসের পরিচালক অ্যাডাম স্ট্যাকহাউস গত সপ্তাহে এক বিবৃতিতে বলেন, চিঠিটি বিশ্বের অন্যতম সেরা উদ্যোক্তা কীভাবে জীবনকে উপলব্ধি করেছিলেন তার এক চমৎকার দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করে।
সূত্রঃ প্রথম আলো।
তারিখঃ অক্টোবর ২৪, ২০২১
রেটিং করুনঃ ,