তোমায় আজ দেখা হলো আমারই যে চোখে
আঁধার মন আজ ভরেছে আলোকে আলোকে।
কি ছিল তোমার চোখে, কপালে, ঠোঁটের কোণে !
ঢাকা ছিল কোন স্বর্ণ বরণ রঙের দেহ আবরণে
চোখ দেখে নি তা দেখেছে আমারি আলোকিত অন্তর
কি শোভা, কি মায়া ! যেন সৌন্দর্য বাগান পৃথিবীর পর।
যদি ভাষ্কর্য একজন শিল্পী হতাম তবে সিমেন্ট আর পাথরে
তোমার একটি দেবী রূপ সৌন্দর্য খচিত ভাষ্কর্য নিতাম গড়ে।
অবিকল তোমার গড়নে, বর্ণে আলোকিত রূপ শোভায়
প্রতি বিন্দুতে বিন্দুতে ভরিয়ে দিতাম পরম মমতায়!
যে চোখ তোমাকে দেখেছে হয়েছে বিশ্ময়ে কাতর
সার্থক করে নিয়েছে তোমাকে দেখে আমারি অন্তর।
কিছু চাওয়া নেই, নেই কিছু দাবি, অতৃপ্ত বাসনা।
পূর্ণ সবে, শান্ত সবে মনে আঁকা শুধু সুখের আলপনা।
এই অর্জিত সত্য অনুভবে কেটে যাবে জগতে যত দিন
সুখ, শান্ত সাগরে ভেসে ভেসে আমি তত মুক্ত ও স্বাধীন।।
তারিখ: মে ২৮, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,