ফুরায়ে দিয়েছি সকলি রাখি নি কিছু আর
কিছু ভাবিবার কিছু হারাবার
ভাসায়ে দিয়েছি শ্রাবণের চঞ্চল ঘনো মেঘে
হৃদয় নিসৃত করে গভীর আবেগে।
বিলায়েছি সকলি আপন মনে
নিভৃিতে একান্ত মনে গোপন নির্জনে
কোথা থেকে কোথা যাবে ভেসে ভেসে
যা বিলায়ে দিয়েছি গভীর ভালোবেসে
ভালোবাসিবার যা
কেবলি তা হারাবার।
রাখি নাই তার কোন খোঁজ, কোন ঠিকানা
কোথাও কি বেঁধেছে বাসা! কোন হৃদয়ে দিয়েছে হানা!
যা বিলাবার তার আর থাকে না কোন চিহ্ন
শ্রাবণের চঞ্চল ঘনো মেঘের বর্ষনে সে এক ভিন্ন।।
তারিখঃ আগষ্ট ০৭, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,