লেখক: এ টি এম ইসহাক।
যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস সম্প্রতি সবচেয়ে ধনী আমেরিকানদের একটি তালিকা প্রকাশ করেছে। তাতে নারী–পুরুষ ও বয়স নির্বিশেষে সব মিলিয়ে ৪০০ জন বিলিয়নিয়ারের নাম স্থান পেয়েছে, যাঁরা ১০০ কোটি মার্কিন ডলার থেকে শুরু করে আরও বেশি পরিমাণ ধনসম্পদের মালিক।
ওই তালিকায় স্থান পাওয়া ৪০০ বিলিয়নিয়ার তথা অতিধনীর মধ্যে ১৫ জনের বয়স ৪০ বছরের কম। তাঁদের ছয়জন আবার এই প্রথমবারের মতো বিলিয়নিয়ার হয়েছেন। তবে তাঁদের সবার শীর্ষে আছেন যথারীতি ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। প্রায় সাড়ে ১৩ হাজার কোটি মার্কিন ডলারের নিট সম্পদ নিয়ে তিনি অন্য সবার চেয়ে অনেক এগিয়ে আছেন। শুধু তাই নয়, জাকারবার্গ সার্বিকভাবে বর্তমানে যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্বের তৃতীয় শীর্ষ বিলিয়নিয়ার বা অতিধনী।
জাকারবার্গের পেছনেই রয়েছেন তাঁর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রুমমেট ডাস্টিন মস্কোভিটজ, যাঁর সম্পদের নিট মূল্য ২ হাজার ৪১০ কোটি ডলার।
প্রসঙ্গত, ১০০ কোটিতে এক বিলিয়ন হয়। যাঁরা ১০০ কোটি ডলার বা এর চেয়েও বেশি মূল্যের ধনসম্পদের মালিক, তাঁদের বিলিয়নিয়ার বলে। ফোর্বস–এর নতুন তালিকার ৪০–এর কম বয়সী অতিধনীদের শীর্ষ ১০ জনের গত ৩ সেপ্টেম্বর পর্যন্ত সম্পদের নিট মূল্য তুলে ধরা হয়েছে।
১. মার্ক জাকারবার্গ
বয়স: ৩৭ বছর
নিট সম্পদমূল্য: ১৩ হাজার ৪৫০ কোটি ডলার
সম্পদের উৎস: ফেসবুক।
যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিশীল তরুণ মার্ক এলিয়ট জাকারবার্গ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে লেখপড়া করেছেন। তিনি একজন কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার। সোশ্যাল মিডিয়া তথা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেই তিনি খুব দ্রুত বিশ্বজোড়া খ্যাতি লাভ করেন। সেই সঙ্গে রাতারাতি তাঁর ভাগ্যও বদলে যায়। ২০২০ সালের জুলাই থেকে এ বছরের ৩০ জুনের মধ্যে তিনি প্রায় পাঁচ হাজার কোটি ডলারের সম্পদ অর্জন করেন।
২. ডাস্টিন মস্কোভিটজ
বয়স: ৩৭ বছর
নিট সম্পদ: ২ হাজার ৪১০ কোটি ডলার
সম্পদের উৎস: ফেসবুক।
ডাস্টিন অ্যারন মস্কোভিটজ একজন ইন্টারনেট উদ ্যোক্তা এবং ফেসবুকের একজন সহপ্রতিষ্ঠাতা। এ ছাড়া তিনি আসানা ও গুড ভেঞ্চারেরও সহপ্রতিষ্ঠাতা। আসানা ২০২০ সালে মার্কিন শেয়ারবাজারের তালিকাভুক্ত হয়। তিনি কোম্পানিটির ১ হাজার ৮০০ কোটি ডলারের বাজার মূলধনের এক–তৃতীয়াংশের মালিক। তবে এখনো তাঁর আয়ের একটি উল্লেখযোগ্য অংশ আসে ফেসবুক থেকে।
৩. স্যাম ব্যাংকম্যান–ফ্রেইড
বয়স: ২৯ বছর
নিট সম্পদ: ২ হাজার ২৫০ কোটি ডলার
সম্পদের উৎস: ক্রিপ্টোকারেন্সি।
যুক্তরাষ্ট্রের স্যাম ব্যাংকম্যান–ফ্রেইড ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ এফটিএক্সের প্রতিষ্ঠাতা ও সিইও। এ ছাড়া তিনি ২০১৭ সালের অক্টোবরে আলমেদা রিসার্চ নামে আরেক ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং বা লেনদেনকারী প্রতিষ্ঠান চালু করেন। এফটিএক্স যুক্তরাষ্ট্রের মেজর লিগ বাস্কেটবলের পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠান। তাঁর মা–বাবা দুজনেই আইনের অধ্যাপক। গত মাসে তিনি হংকং থেকে এফটিএক্সের সদর দপ্তর বাহামায় স্থানান্তর করেন।
৪. লুকাস ওয়ালটন
বয়স: ৩৫ বছর
নিট সম্পদ ১ হাজার ৭২০ কোটি ডলার
সম্পদের উৎস: ওয়ালমার্ট।
লুকাস ওয়ালটন হচ্ছেন যুক্তরাষ্ট্রের বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটনের নাতি। অর্থাৎ উত্তরাধিকারসূত্রেই লুকাস অতিধনী তরুণের তালিকায় স্থান পেয়েছেন। তাঁর বাবার নাম জন ওয়ালটন। ২০০৫ সালে এক বিমান দুর্ঘটনায় জন ওয়ালটনের মৃত্যুর তাঁর সম্পদের এক–তৃতীয়াংশের মালিক হন লুকাস। বিভিন্ন দেশে তাঁদের প্রতিষ্ঠান ওয়ালমার্টের শাখা রয়েছে। এটি বিশ্বের সর্ববৃহৎ খুচরা বিক্রেতা হিসেবে বিবেচিত।
৫. ববি মারফি
বয়স: ৩৩ বছর
নিট সম্পদ: ১ হাজার ৫২০ কোটি ডলার
সম্পদের উৎস: স্ন্যাপচ্যাট।
রবার্ট কর্নেলিয়াস মারফি একজন তরুণ ইন্টারনেট উদ্যোক্তা ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া স্ন্যাপচ্যাটের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও)। শেয়ারের দাম বৃদ্ধি পাওয়ায় গত এক বছরে তাঁর সম্পদ বেড়ে তিন গুণ হয়েছে। স্ন্যাপচ্যাটকে টিকটকের অন্যতম প্রতিযোগী মনে করা হয়, যেটি চলতি বছরের এপ্রিল–জুন তিন মাসে ৯৮ কোটি ২০ লাখ ডলার আয় করে।
৬. ইভান টমাস স্পিগেল
বয়স: ৩১ বছর
নিট সম্পদ: ১ হাজার ৩৮০ কোটি ডলার
সম্পদের উৎস: স্ন্যাপচ্যাট।
ইভান টমাস স্পিগেল প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া সংস্থা স্ন্যাপচ্যাটের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে ববি মারফি ও রেজি ব্রাউনের সঙ্গে মিলে স্ন্যাপচ্যাট তৈরি করেছিলেন। স্পিগেল ২০১৫ সালে বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার হন।
৭. ব্রায়ান আর্মস্ট্রং
বয়স: ৩৮ বছর
নিট সম্পদ: ১ হাজার ১৫০ কোটি ডলার
ব্রায়ান আর্মস্ট্রং একজন বিলিয়নিয়ার ব্যবসায়ী ও বিনিয়োগকারী। তিনি ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম কয়েনবেস গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। গত এপ্রিলে কয়েনবেস গ্লোবাল সরাসরি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। প্রতিষ্ঠানটিতে ব্রায়ান আর্মস্ট্রংয়ের শেয়ার হচ্ছে ১৯ শতাংশ।
৮. নাথান ব্লেচার্জিক
বয়স: ৩৮ বছর
নিট সম্পদ: ১০০০ কোটি ডলার
সম্পদের উৎস: এয়ারবিএনবি।
নাথান ব্লেচার্জিক যুক্তরাষ্ট্রের আবাসন কেনাবেচার অনলাইন মার্কেটপ্লেস এয়ারবিএনবির সহপ্রতিষ্ঠাতা ও এয়ারবিএনবি চীনের চেয়ারম্যান। এয়ারবিএনবি ২০২০ সালের ডিসেম্বরে আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) ছেড়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। প্রতিষ্ঠানটি এ বছরের এপ্রিল–জুন প্রান্তিকে ১৩৪ কোটি ডলার আয় করে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩০০% বেশি।
আর্নেস্ট গার্সিয়া
আর্নেস্ট গার্সিয়া
৯. আর্নেস্ট গার্সিয়া
বয়স: ৩৯ বছর
নিট সম্পদ ৯৩০ কোটি ডলার
সম্পদের উৎস: ই–কমার্স।
তৃতীয় আর্নেস্ট সি গার্সিয়া অনলাইনে ব্যবহৃত গাড়ি বেচাকেনার প্রতিষ্ঠান কারভানার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। কারভানার সবচেয়ে বেশি শেয়ারের মালিক আর্নেস্ট গার্সিয়ার পিতা দ্বিতীয় আর্নেস্ট গার্সিয়া। তিনি ছেলের কোম্পানির গাড়ি বিক্রি করে শত শত কোটি ডলার আয় করেন।
১০. স্কট ডানকান
বয়স: ৩৮ বছর
নিট সম্পদ: ৬২০ কোটি ডলার
সম্পদের উৎস: পাইপলাইন।
যুক্তরাষ্ট্রের বিখ্যাত ডানকান পরিবারের উত্তরাধিকার স্কট ড্যানিয়েল ডানকান। ২০১০ সালে পিতার মৃত্যুর পর তিনি ও তাঁর তিন বড় ভাই পারিবারিক ব্যবসায় প্রতিষ্ঠান পাইপলাইন কোম্পানি এন্টারপ্রাইজ প্রডাক্টস পার্টনারসের উত্তরাধিকারী মনোনীত হন। গত বছর কমার পর তাঁদের কোম্পানির শেয়ারদর আবার বাড়ছে। তবে এখনো করোনা মহামারির আগের অবস্থায় পৌঁছায়নি।
সূত্রঃ প্রথম আলো।
তারিখঃ অক্টোবর ২৫, ২০২১
রেটিং করুনঃ ,